Memari Arrest Case

বিহার থেকে কলকাতাগামী বাস থেকে উদ্ধার ৭২ লক্ষ টাকা! চালক, খালাসি এবং যাত্রী-সহ গ্রেফতার ৪

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম শম্ভুনাথ বর্মা, বাবলু দাস, কৃষ্ণ দাস এবং নবীনকুমার সিংহ। এঁরা সকলেই বিহারের ভাগলপুর ও বাঁকা জেলার বাসিন্দা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩১
Share:

পূর্ব বর্ধমানে পুলিশের হাতে গ্রেফতার বিহারের চার বাসিন্দা। —নিজস্ব চিত্র।

কলকাতাগামী একটি যাত্রিবাহী বাস থেকে উদ্ধার ৭২ লক্ষ টাকা। তাতে গ্রেফতার হলেন মোট চার জন। পূর্ব বর্ধমানের মেমারি থানার ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তারা অভিযান চালিয়েছিল দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। রাত সাড়ে ১২টা নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়কের পালসিট টোল প্লাজায় ভাগলপুর থেকে কলকাতামুখী একটি বেসরকারি যাত্রিবোঝাই বাসে হানা দেয় তারা। তল্লাশিতে দুটি ব্যাগ থেকে ৭২ লক্ষ টাকা উদ্ধার হয়।

কিন্তু উদ্ধার হওয়া টাকার বৈধ কোনও নথি ছিল না। সে জন্য এক যাত্রী, বাসের দু’জন চালক এবং এক খালাসিকে আটক করা হয়েছিল। পরে চার জনকেই গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম শম্ভুনাথ বর্মা, বাবলু দাস, কৃষ্ণ দাস এবং নবীনকুমার সিংহ। এঁরা সকলেই বিহারের ভাগলপুর ও বাঁকা জেলার বাসিন্দা। নবীন এবং বাবলু বাসের চালক, কৃষ্ণ খালাসি এবং শম্ভুনাথ যাত্রী ছিলেন। মনে করা হচ্ছে, টাকার বিষয়ে চার জনই জানেন। কিন্তু এত বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে এল, কার কাছে পৌঁছনোর উদ্দেশে এত টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, তা এখনও জানা যায়নি। তদন্তের প্রয়োজনে চার জনকেই হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ।

Advertisement

তা ছাড়া বিহার বিধানসভা ভোটের আগে বিপুল নগদ অর্থ উদ্ধারের ঘটনা অন্য মাত্রা যোগ করেছে। টাকার উৎস এবং গন্তব্য নিয়ে তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement