বর্ধমান মেডিক্যালে বিচারাধীন বন্দির মৃত্যু!

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ২৩:৪০
Share:

—প্রতীকী চিত্র।

এক বিচারাধীন বন্দির মৃত্যু হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ সেলে। মৃতের নাম সাগর দাস (৪৪)। বীরভূমের সিউড়ি থানার কালিপুরে তাঁর বাড়ি। বন্দি মৃত্যুর বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে বর্ধমান থানা। বন্দি মৃত্যু নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন বর্ধমানের সিজেএম। চতুর্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তও শুরু হয়েছে। বন্দি মৃত্যু নিয়ে জাতীয় ও রাজ্য মানবাধিকার কমিশনে রিপোর্ট পাঠিয়েছেন বর্ধমান সংশোধনাগার কর্তৃপক্ষ।

Advertisement

সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে সিউড়ি থানার একটি ধর্ষণের মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। সিউড়ির চতুর্থ জেলা ও দায়রা আদালতে মামলাটির বিচার চলছে। সিউড়ি সংশোধনাগারে থাকাকালীন গত ৭ এপ্রিল তিনি অসুস্থ হয়ে পড়েন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ সেলে রেখে তাঁর চিকিৎসা শুরু হয়। সেখানেই শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement