আধার সংশোধন কেন্দ্র আসানসোলে

বাবুলের আধার বক্তব্যের সমালোচনা করেছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্ব। মন্ত্রী মলয় ঘটক বলেন, ‘‘আধারের তথ্য গোপন রাখতে পারেনি কেন্দ্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৮ ০১:১১
Share:

প্রতীকী ছবি।

আধার কার্ড সংশোধনকেন্দ্র মঙ্গলবার চালু হল আসানসোলে। এ দিন আসানসোলের প্রধান ডাকঘরে এই কেন্দ্রের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ বাবুল সুপ্রিয়। উপস্থিত ছিলেন চিফ পোস্টমাস্টার (জেনারেল) অরুন্ধতী ভট্টাচার্য।

Advertisement

নাম না করে রাজ্যে আধার বিরোধিতার সমালোচনা করেন বাবুল। তিনি বলেন, ‘‘যাঁরা অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত, কালো টাকার লেনদেন করেন তাঁরাই এর বিরোধিতা করছেন। চিৎকার করে কী হবে। বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের প্রচুর আয়। তাঁরা আধার কার্ড করছেন। সমস্যা নেই তাঁদের। মোবাইল সিমের সঙ্গে আধার সংযোগ করা হচ্ছে। সিম থেকে অপরাধ হলে ধরা পড়ে যাবে। অপরের সিম ব্যবহার বন্ধ হবে। সুবিধা অনেক।’’ তাঁর সংযোজন, ‘‘আগামী দিনে ভোটার কার্ডের সঙ্গে আধার সংযোগ করা হবে। তখন অনেকে আরও চিৎকার করবেন। কেউ অসুবিধায় পড়লেও দেশের ভাল হবে। তাই বলছি দলমত নির্বিশেষে সকলেই আধার কার্ড করুন। এখন তা না করলে সমস্যা। সকলকে আগামীতে করতেই হবে।’’

বাবুলের আধার বক্তব্যের সমালোচনা করেছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্ব। মন্ত্রী মলয় ঘটক বলেন, ‘‘আধারের তথ্য গোপন রাখতে পারেনি কেন্দ্র। কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তে মানুষ সমস্যায় পড়ছেন। কেন বিরোধিতা, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। বাবুল পাগলের প্রলাপ বকলে কিছু করার নেই।’’

Advertisement

এ দিকে, অরুন্ধতী ভট্টাচার্য বলেন, ‘‘রাজ্যের প্রত্যন্ত গ্রামের মানুষের হাতে আধার কার্ড তুলে দিতে পোস্ট অফিস এক যোগে কাজ করবে। রাজ্যের দ্বিতীয় আধার সংশোধনকেন্দ্র হিসেবে কাজ করবে আসানসোলের হেড পোস্ট অফিস। দ্রুত জেলার ৫১টি পোস্ট অফিসে আধার কার্ড তৈরির কাজ শুরু হবে। আসানসোলের প্রতিটি গ্রামের মানুষ নিজের এলাকা থেকেই পরিষেবা পাবেন পোস্ট অফিসের মাধ্যমে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন