Purba Bardhaman

ছাগলের মৃত্যু সহ্য করতে না পেরে আত্মঘাতী বর্ধমানের যুবতী! ভালবাসার জন্যই গলায় ফাঁস?

মাস তিনেক আগে পূর্ব বর্ধমানের রায়নায় এমনই একটি ঘটনা ঘটে। সেখানেও পোষ্য ছাগলের মৃত্যুর শোকে একজন নাবালিকা আত্মঘাতী হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জামালপুর শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ১৪:২০
Share:

ছাগলের মৃত্যুর পর কয়েক দিন ধরে মনমরা ছিলেন যুবতী। —প্রতীকী চিত্র।

পোষ্য ছাগলের মৃত্যুর শোকে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক যুবতী। রবিবার সকালে এই ঘটনায় হতবাক এলাকাবাসী। যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের জামালপুরের নারায়ণপুর গ্ৰামে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জামালপুর থানার পুলিশ। দেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মৃত যুবতীর নাম দুলালী মালিক (২৪)। মৃতার পরিবারের সদস্যরা জানান, রোজকার মতো শনিবার রাতে বাড়ির দুই মেয়ে একই ঘরে শুতে যান। কিন্তু সকালে এক বোনকে পাওয়া যায়নি। রবিবার তাঁকে ঘরের পিছনে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তবে যুবতীর দু'টি পা দড়ি দিয়ে বাঁধা ছিল বলে দাবি পরিবারের। তাই নিয়ে রহস্য দানা বেঁধেছে । মৃতার দাদা অরূপ মালিক বলেন, ‘‘দিন কয়েক আগে বাড়ির একটি পোষ্য ছাগলের মৃত্যু হয় অসুখে। তার পর থেকেই বোন খুব কান্নাকাটি করছিল। ঠিক মতো খাওয়া-দাওয়া করছিল না। তবে শনিবার কাজ থেকে বাড়ি ফিরে শুনলাম, ও খাওয়া-দাওয়া করেছে। তার পর সকালে এই ঘটনা। বুঝতে পারছি না, কী করে এ সব হল।’’

তবে পায়ে দড়ি বাঁধা অবস্থায় দেহ উদ্ধার নিয়ে সন্দেহ করছে পরিবার। মৃতার দাদার কথায়, ‘‘এমন কেউ শত্রু ছিল না পাড়ায়। বোনকে খুন করতে পারে কেউ, এটাই ভাবতে পারছি না । তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।’’

Advertisement

অন্য দিকে, দেহ উদ্ধারের পর পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যাই করেছেন যুবতী। জামালপুর থানার এক আধিকারিক বলেন, ‘‘প্রাথমিক ভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে সব পরিষ্কার হয়ে যাবে।’’

উল্লেখ্য, মাস তিনেক আগে পূর্ব বর্ধমানের রায়নায় এমনই একটি ঘটনা ঘটে। সেখানেও পোষ্য ছাগলের মৃত্যুর শোকে এক নাবালিকা আত্মঘাতী হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন