নিজস্ব সংবাদদাতা

আর কত দুর্দিন, ব্যঙ্গ রাহুলের

কালনা ২ ব্লকের শাসপুর দিঘিরপাড় এলাকায় রবিবার সন্ধ্যায় দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ। নিজের বক্তৃতায় ভাগাড়-কাণ্ড থেকে শুরু করে একশো দিনের প্রকল্প, পঞ্চায়েত ভোটে ‘সন্ত্রাস’-সহ নানা বিষয়ে তৃণমূলের তীব্র সমালোচনা করেন।

Advertisement

কালনা

শেষ আপডেট: ০৭ মে ২০১৮ ১৮:৩৩
Share:

শাসপুর দিঘিরপাড় এলাকায় রাহুল সিংহ। নিজস্ব চিত্র

কালনা ২ ব্লকের শাসপুর দিঘিরপাড় এলাকায় রবিবার সন্ধ্যায় দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ। নিজের বক্তৃতায় ভাগাড়-কাণ্ড থেকে শুরু করে একশো দিনের প্রকল্প, পঞ্চায়েত ভোটে ‘সন্ত্রাস’-সহ নানা বিষয়ে তৃণমূলের তীব্র সমালোচনা করেন।

Advertisement

রাহুলবাবু বলেন, ‘‘১৪ মে না তার পরে পঞ্চায়েত ভোট হবে, তা এখনও অনিশ্চিত। রাজ্যে এমন পরিস্থিতির জন্য দায়ী তৃণমূল সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন। তিন দফার নির্বাচন জাদুমন্ত্রে হয়ে গেল এক দফায়।’’ তাঁর দাবি, রাজ্যে ২০ হাজার আসনে বিরোধীদের প্রার্থী দিতে না দিয়ে নিজেদেরই মুখ পুড়িয়েছে তৃণমূল। এত কাণ্ড সত্ত্বেও এক একটি আসনে তৃনমূলের একাধিক প্রার্থী ছিল। রাহুলবাবু আরও দাবি করেন, তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর কয়েক মাস আগে দেখা হয়েছিল।

সাম্প্রতিক ভাগাড়-কাণ্ডের জন্য রাজ্য সরকারের সমালোচনা করে রাহুলবাবু বলেন, ‘‘রাজ্যের মানুষকে ভাগাড়ের মাংসও খেতে হল। আর কত দুর্দিন আসবে! শুধু শোনা যাচ্ছে পুরসভাগুলি খাবারের দোকানে নমুনা সংগ্রহ করছে। ওই নমুনার রিপোর্ট অবশ্য সামনে আসবে না।’’

Advertisement

পঞ্চায়েত নির্বাচনের প্রচারে তৃণমূলের বাড়ি বাড়ি যাওয়াকেও ব্যঙ্গ করেছেন এই বিজেপি নেতা। সভায় তিনি বলেন, ‘‘দেখবেন বাড়ি বাড়ি মা-মাসিমা বলে ওরা চলে এসেছে। সঙ্গে নিয়ে এসেছে দশ কেজি চাল। গরমকাল হলেও একটা কম্বল। তৃণমূল এ সব দিলে নিয়ে নেবেন। শুধু ভোটটা বিজেপিকে দেবেন।’’ এ দিনের সভায় পূর্বসাতগাছিয়া এলাকায় সঞ্জীব দাসের নেতৃত্বে শ’দুয়েক তৃণমূল কর্মী-সমর্থক তাঁদের দলে যোগ দেন বলে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি। বিজেপি-র এই সভাকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। বিদায়ী জেলা সভাধিপতি দেবু টুডু বলেন, ‘‘সাম্প্রদায়িক উস্কানি দেওয়া ছাড়া বিজেপি নেতাদের কোনও কাজ নেই। তৃণমূল তার উন্নয়নের জেরেই ভোটে জিতবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন