রাস্তা তৈরিতে দুর্নীতি, ক্ষোভ

রাস্তা তৈরির কাজ শুরু হওয়ায় খানিক স্বস্তি মিলেছিল গ্রামে। কিন্তু কাজ শুরুর দু’দিনের মাথাতেই দুর্নীতিতে অভিযুক্ত ঠিকাদার কাজ বন্ধ করেছেন। এমনই অভিযোগ কাটোয়ার মালিপাড়া গ্রামের বাসিন্দাদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাটোয়া শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৬ ০১:১৬
Share:

এখনও পাকা হয়নি রাস্তা। —নিজস্ব চিত্র।

রাস্তা তৈরির কাজ শুরু হওয়ায় খানিক স্বস্তি মিলেছিল গ্রামে। কিন্তু কাজ শুরুর দু’দিনের মাথাতেই দুর্নীতিতে অভিযুক্ত ঠিকাদার কাজ বন্ধ করেছেন। এমনই অভিযোগ কাটোয়ার মালিপাড়া গ্রামের বাসিন্দাদের।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৮ জুলাই সুদপুর পঞ্চায়েতের বিজয়নগর গ্রামের মালিপাড়া অবৈতনিক স্কুল থেকে মাঝেরপাড়া পর্যন্ত এনআরইজিএস প্রকল্পে দু’হাজার ফুট লম্বা পাকা রাস্তা তৈরির কাজ শুরু হয়। রাস্তা তৈরির দায়িত্ব পান ঠিকাদার বিধান হাজরা।

বাসিন্দাদের অভিযোগ, কাজ শুরু দু’দিনের মাথায় ৮০ শতাংশ কাজ বাকি রেখে পাততাড়ি গুটিয়েছেন ওই ঠিকাদার। স্থানীয় বাসিন্দা সাগর মণ্ডল, সুনীল ঘোষ, হারাধন ঘোষদের অভিযোগ, পঞ্চায়েত নির্ধারিত নির্মাণ সামগ্রীর তালিকা অনুসারে ২৫৫ বস্তা সিমেন্ট ও ৩৬ কিউবিক পাথর রাস্তা তৈরির জন্য বরাদ্দ থাকলেও মাত্র ১৫২ বস্তা সিমেন্ট ও ২৫ কিউবিক পাথর ব্যবহার করা হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাস্তাটি পাকা করার দাবি দীর্ঘদিনের। কারণ কাঁচা রাস্তা দিয়ে চলাফেরা করতে গিয়ে সমস্যায় পড়ে পড়ুয়ারা। বিপাকে পড়েন এলাকাবাসীও। বাসিন্দাদের আক্ষেপ, কাজ শুরু হয়েও শেষ হল না! বাসিন্দারা জানান, কাজ বন্ধ হওয়ার পরেই স্থানীয় পঞ্চায়েত প্রধান ও বিডিও-র কাছে অভিযোগ জানানো হয়। ব্লক অফিসের প্রতিনিধি এলাকা পরিদর্শনেও আসেন। কিন্তু তারপরেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ।

যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে ঠিকাদার বিধানবাবুর দাবি, ‘‘নিয়ম মতো নির্মাণ সামগ্রী দেওয়া হয়েছে।’’ পঞ্চায়েতের উপপ্রধান নিতাই মাঝির আশ্বাস, ‘‘ঠিকাদারের সঙ্গে বৈঠক হয়েছে। দোষ প্রমাণিত হলে ঠিকাদারের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে।’’ কাটোয়ার বিডিও মহম্মদ মারগুব ইলমিরও আশ্বাস, ‘‘বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন