পুড়ে মৃত্যু দম্পতির

পুড়ে মৃত্যু হল এক দম্পতির। সোমবার সকাল ৮টা নাগাদ মঙ্গলকোট থানার মল্লিকপুরে ঘটনাটি ঘটে। মৃতদের নাম লায়লা বিবি (১৮) ও শেখ আলমগির (২৫)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ০২:০১
Share:

পুড়ে মৃত্যু হল এক দম্পতির। সোমবার সকাল ৮টা নাগাদ মঙ্গলকোট থানার মল্লিকপুরে ঘটনাটি ঘটে। মৃতদের নাম লায়লা বিবি (১৮) ও শেখ আলমগির (২৫)।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকালে বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে ছুটে যান প্রতিবেশিরা। গিয়ে দেখেন স্বামী-স্ত্রী অগ্নিদগ্ধ হয়েছেন। প্রায় সঙ্গেসঙ্গেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় তাঁদের। কিন্তু দুপুর ১২টা নাগাদ লায়লা বিবি ও তার ঘণ্টাখানেক পরে আলমগিরের মৃত্যু হয়। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই গায়ে কেরোসিন ঢেলে আত্মঘাতী হন লায়লা। তাঁকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন তাঁর স্বামীও।

একসঙ্গে অভাবে মৃত্যুর কারণ নিয়ে আত্মীয়েরা মুখ খুলতে না চাইলেও এক পড়শি বলেন, ‘‘এক বছর আগে বিয়ে হয় দু’জনের। মাঝেমধ্যেই অশান্তি লাগত। সেই থেকেই হয়তো এমনটা ঘটেছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement