নিখোঁজ যুবকের দেহ মিলল পরিত্যক্ত কারখানায়, ধৃত চার

এক যুবককে খুনের অভিযোগে এক লোহা কারবারি-সহ চার জনকে গ্রেফতার করেছে কাঁকসা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, দুর্গাপুরের বিধাননগরের কলিন্স পথ এলাকার বাসিন্দা অভিজিৎ পালচৌধুরী (৩২) তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানার ভিতরে পরিত্যক্ত ম্যানহোল থেকে তাঁর দেহ মেলে। জেলা পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলেন, ‘‘খুনের মামলা রুজু হয়েছে। চার জনকে গ্রেফতার করা হয়েছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ২০ মে ২০১৫ ০০:৪২
Share:

এখান থেকেই দেহ মেলে ওই নিখোঁজ যুবকের। নিজস্ব চিত্র।

এক যুবককে খুনের অভিযোগে এক লোহা কারবারি-সহ চার জনকে গ্রেফতার করেছে কাঁকসা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, দুর্গাপুরের বিধাননগরের কলিন্স পথ এলাকার বাসিন্দা অভিজিৎ পালচৌধুরী (৩২) তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানার ভিতরে পরিত্যক্ত ম্যানহোল থেকে তাঁর দেহ মেলে। জেলা পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলেন, ‘‘খুনের মামলা রুজু হয়েছে। চার জনকে গ্রেফতার করা হয়েছে।’’

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিজিৎ শনিবার থেকে নিখোঁজ ছিলেন। তাঁর দেহ পরিত্যক্ত ম্যানহোলে ড্রামের মধ্যে রেখে সারের বস্তায় চাপা দিয়ে রাখা ছিল। তাঁর পেটে ও বুকে গুলির চিহ্ন মিলেছে। মাথায় আঘাতের চিহ্নও রয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গোপালপুর থেকে লোহার কারবারি সুকান্ত দত্ত-সহ চার জনকে ধরেছে। বাকি তিন জন বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা।

কী কারণে এই খুন তা পরিষ্কার ভাবে জানাতে পারেনি পুলিশ। তবে পুলিশের দাবি, ধৃতরা জেরায় জানিয়েছে, মৃত যুবক লোহার কারবারিদের মধ্যে খবর আদানপ্রদান করত। মাসখানেক আগে কারখানায় লোহার যন্ত্রাংশ চুরি করতে গিয়ে বোমা ফেটে জখম হয় তিন জন। পুলিশ তাদের ধরে। সেই ঘটনার সঙ্গে এই খুনের যোগ থাকতে পারে বলে পুলিশের ধারণা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন অভিজিৎ। বিধাননগরে পাম্প হাউস মোড়ে তৃণমূলের অফিসেও তাঁকে দেখা যেত। তবে ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ মেলেনি বলে পুলিশ জানায়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন