বেআইনি জ্যারিকেন থেকে ছড়াল আগুন

গ্যারাজে ঝালাইয়ের কাজ চলার সময়ে আগুনের ফুলকি ছিটকে আগুন ধরে গেল বেশ কয়েকটি তেলের ট্যাঙ্কার, লরি ও কিছু মোটরবাইকে। রবিবার দুপুরে ২ নম্বর জাতীয় সড়কের ধারে রাজবাঁধের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ডিপোর পাশে ঘটনাটি ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাঁকসা শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৬ ০১:৫৭
Share:

গ্যারাজে ঝালাইয়ের কাজ চলার সময়ে আগুনের ফুলকি ছিটকে আগুন ধরে গেল বেশ কয়েকটি তেলের ট্যাঙ্কার, লরি ও কিছু মোটরবাইকে। রবিবার দুপুরে ২ নম্বর জাতীয় সড়কের ধারে রাজবাঁধের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ডিপোর পাশে ঘটনাটি ঘটে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডিপোয় প্রতিদিনই তেলের ট্যাঙ্কারগুলি ঢোকার জন্য দাঁড়িয়ে থাকে। রাস্তার পাশেই রয়েছে গ্যারাজ। বাসিন্দারা জানান, এ রকমই একটি গ্যারাজে ঝালাইয়ের কাজ চলছিল। আচমকা সেখান থেকে আগুনের ফুলকি ছিটকে আসে তেলের জ্যারিকেনে। আগুন ধরে যায় তাতে। তা ছড়িয়ে পড়ে দু’টি তেলের ট্যাঙ্কার, দু’টি লরি ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি মোটরবাইকে। বাসিন্দারা আগুন নেভানোর কাজ শুরু করেন। সেই সময়ে অসুস্থও হয়ে পড়েন তিন জন। তাঁদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে পানাগড়ের বায়ুসেনার ঘাঁটি ও কাঁকসা থেকে মোট ৪টি দমকলের ইঞ্জিন পৌঁছয়। প্রায় আধ ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে।

বাসিন্দাদের অভিযোগ, ডিপোয় ঢোকার মুখে ট্যাঙ্কারগুলি থেকে বেআইনি ভাবে তেল বের করে নেয় একটি চক্র। সেই তেল রাখা হয় জ্যারিকেনে। এ দিন এই ধরনের একটি জ্যারিকেনেই প্রথম আগুন লাগে বলে দাবি বাসিন্দাদের। তেল-চুরির এই চক্রকে আটকাতে কোনও ধরপাকড় বা এলাকায় পুলিশি টহল নজরে পড়ে না বলেও অভিযোগ। পুলিশের যদিও আশ্বাস, এমন ঘটনা যাতে ফের না হয়, সে ব্যবস্থা করা হবে। নজরদারিও বাড়ানো হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন