অন্ডালের খনিতে ঘেরাও

বকেয়া মেটানো, খনির নীচে মুক্ত বাতাস সরবরাহ ব্যবস্থার উন্নতির দাবিতে বৃহস্পতিবার সংযুক্ত সংগ্রাম কমিটির নেতৃত্বে অন্ডালের শ্যামসুন্দরপুর কোলিয়ারির এক অধিকর্তাকে ঘেরাও করে ঘণ্টাখানেক বিক্ষোভ দেখালেন খনিতে কর্মরত লোডারদের একাংশ। বিক্ষোভকারীরা জানান, বিশেষ অনুদান বাবাদ মাসে ৭৫৯ টাকা অতিরিক্ত পাওয়ার কথা। কিন্তু মাস ছ’য়েক ধরে কোনও বকেয়া টাকা মেলেনি বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

অন্ডাল শেষ আপডেট: ২৯ মে ২০১৫ ০০:৫৭
Share:

বকেয়া মেটানো, খনির নীচে মুক্ত বাতাস সরবরাহ ব্যবস্থার উন্নতির দাবিতে বৃহস্পতিবার সংযুক্ত সংগ্রাম কমিটির নেতৃত্বে অন্ডালের শ্যামসুন্দরপুর কোলিয়ারির এক অধিকর্তাকে ঘেরাও করে ঘণ্টাখানেক বিক্ষোভ দেখালেন খনিতে কর্মরত লোডারদের একাংশ। বিক্ষোভকারীরা জানান, বিশেষ অনুদান বাবাদ মাসে ৭৫৯ টাকা অতিরিক্ত পাওয়ার কথা। কিন্তু মাস ছ’য়েক ধরে কোনও বকেয়া টাকা মেলেনি বলে অভিযোগ। খনিতে ঠিকমতো মুক্ত বাতাস সরবারহ না হওয়ায় যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে বলেও বিক্ষোভকারীদের আশঙ্কা। কোলিয়ারি কর্তৃপক্ষের তরফে দাবিগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন