Durgapur

ছট পুজোর স্নানে নেমে দুর্গাপুর ব্যারাজে ডুবে মৃত্যু কিশোরীর

কিশোরীর পরিবারের লোকজনের ক্ষোভ, পুলিশ-প্রশাসন উদ্ধারে তৎপরতা দেখালে বাঁচানো যেত সনিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২০ ১৪:১৪
Share:

কিশোরীকে উদ্ধার করছেন পুলিশকর্মী ও স্থানীয় বাসিন্দারা। —নিজস্ব চিত্র

দুর্গাপুর ব্যারাজে দামোদরের জলে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল ১৭ বছরের এক কিশোরীর। মঙ্গলবার সকালে সনি তাঁতি নামে ওই কিশোরীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ। কিশোরীর পরিবারের লোকজনের ক্ষোভ, পুলিশ-প্রশাসন উদ্ধারে তৎপরতা দেখালে বাঁচানো যেত সনিকে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের ডিভিসি মোড় এলাকার সুভাষপল্লির বাসিন্দা ছিল সনি। কোক ওভেন থানার অন্তর্গত নেপালিপাড়া হিন্দি স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিল সে। পরিবার সূত্রে খবর, ছট পুজো উপলক্ষে মঙ্গলবার সকালে দামোদর নদে স্নান করতে এসেছিলেন সনি ও তার মা। কোনও ভাবে নদের জলে তলিয়ে যায় সনি।

পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে সনিকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Advertisement

আরও পড়ুন: ফুরফুরার পিরজাদা ত্বহার সঙ্গে বৈঠকে বসছেন অধীর-মান্নান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন