Shaktigarh

একুশে মিষ্টিমুখ, দুর্ঘটনা এড়াতে ল্যাংচা মেলা! ভিড় জমল নজরকাড়া

২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস উপলক্ষ্যে ধর্মতলা যাওয়া ও আসার সময় জিভে জল আনা এই মিষ্টির স্বাদ নিতে গাড়ি-বাস দাঁড় করান অসংখ্য মানুষ।যানজট হয় প্রচুর।ঘটে যায় ছোট-বড় দুর্ঘটনাও।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ০১:২৮
Share:

দু’দিন ধরে রমারমিয়ে চলল ল্যাংচা মেলা। —প্রতীকী চিত্র।

শক্তিগড় মানেই মিষ্টিমুখ। শক্তিগড় মানেই ল্যাংচা। পথে যাতায়াতের সময় বর্ধমানের স্পেশ্যাল এই মিষ্টি খাওয়ার জন্য দাঁড়ানো চাই-ই চাই। তাই তো অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেস থেকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে নিয়ে যাওয়ার সময়ে ‘দুঁদে’ আধিকারিকরাও প্রাতঃরাশ সারতে মিষ্টি দোকানে ঢুকে পড়েন ল্যাংচা খেতে। প্রতি বছরেই ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস উপলক্ষ্যে ধর্মতলা যাওয়া ও আসার সময় জিভে জল আনা এই মিষ্টির স্বাদ নিতে গাড়ি-বাস দাঁড় করান অসংখ্য মানুষ।যানজট হয় প্রচুর।ঘটে যায় ছোট-বড় দুর্ঘটনাও। তা এড়াতেই এবারে ‘ল্যাংচা মেলা’র আয়োজন। তাতে ভিড় জমল নজরকাড়া।

Advertisement

পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে শক্তিগড় ল্যাংচা হাব সংলগ্ন মাঠে ২০ ও ২১ জুলাই- দু’দিন ধরে চলা এই মেলার আয়োজক শক্তিগড় থানা ও বর্ধমান-২ পঞ্চায়েত সমিতি। সহযোগিতায় ‘আমরা ল্যাংচা ব্যবসায়ীবৃন্দ’। মেলার উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নিশীথ কুমার মালিক। প্রথম বারের এই আয়োজনে বিক্রিবাটা হল দেদার। সোমবার বিকেলে শহিদ দিবসের সভা ফেরত বাস-সহ বিভিন্ন যানবাহন থেমেছিল মাঠে বরাদ্দ বিশেষ পার্কিং-এ। নিরাপত্তা নিয়ে বিশেষ সতর্ক ছিল পুলিশ প্রশাসন। ফলে চোখে পড়েনি যানজট।

আয়োজকদের সূত্রে খবর, মেলায় ছিল ৫০টিরও বেশি দোকান। বিভিন্ন দোকানে ছিল নানা আকার ও স্বাদের ল্যাংচা। বিক্রি হয়েছে অন্যান্য বারের ২১ জুলাই এর চেয়ে বহু গুণ বেশি। এই প্রসঙ্গে স্থানীয় মিষ্টি ব্যবসায়ী শেখ কবীর বলেন, ‘‘মেলায় খুব ভালো বিক্রি হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খুব ভালো বন্দোবস্ত করা হয়েছে।’’ মিষ্টি কিনতে আসা এক তৃণমূল কর্মী শেখ জাহাঙ্গীর বলেন, ‘‘মেলার এই আয়োজন খুব ভাল সিদ্ধান্ত।’’

Advertisement

ল্যাংচা মেলা। —নিজস্ব চিত্র।

একুশে দুর্ঘটনা ও যানজট এড়াতে প্রশাসনের ‘ল্যাংচা মেলা’র সিদ্ধান্তকে ব্যবসায়ী থেকে তৃণমূল নেতা-কর্মী সকলেই সাধুবাদ জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement