মুনমুনের মন্তব্য নিয়ে সরব বাবুল

বাবুল টুইটে মুনমুনের এই মন্তব্যের নিন্দা করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রানিগঞ্জ শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৯ ০০:৪৮
Share:

বাবুল সুপ্রিয়

পশ্চিমবঙ্গে বসবাসকারী বিহারের মানুষজনের প্রতি ‘অসম্মানজনক’ মন্তব্য করেছেন আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন, এমনই অভিযোগ করলেন ওই লোকসভা আসনের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। অভিযোগ মানেননি মুনমুন। তাঁর বক্তব্য, ‘‘ওরা (বিজেপি) নোংরামি করছে।’’

Advertisement

রবিবার রানিগঞ্জে দলের এক কর্মিসভায় তৃণমূল প্রার্থী মুনমুন বলেন, ‘‘যত বিহারি এত বছর ধরে পুলিশে কাজ করেছেন কলকাতা-সহ সব জায়গায়, তাঁদের খুব সুনাম ছিল। তাঁরা ভাল ‘ইনফর্মার’ ছিলেন। ধুতি-কুর্তা পরে জিপে বসতে দেখা যেত। এখন আর সে রকম দেখা যায় না।’’ বাবুল টুইটে মুনমুনের এই মন্তব্যের নিন্দা করেছেন। তাঁর দাবি, ‘যে সব বিহারিরা বাংলায় থাকেন, তাঁদের মর্যাদা হানি করা হয়েছে ওই মন্তব্যে’।

তৃণমূল প্রার্থী অবশ্য দাবি করেন, তিনি কাউকে অসম্মান করতে চাননি। ওই পুলিশকর্মীদের কাছে প্রচুর ‘তথ্য’ থাকত, এমনটাই বোঝাতে চেয়েছেন। মুনমুনের প্রতিক্রিয়া, ‘‘যাঁরা আমার কথা শুনেছেন, তাঁরা ঠিকই বুঝবেন আমি কী বলতে চেয়েছি।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

তৃণমূলের আসানসোল জেলা সভাপতি ভি শিবদাসনের অভিযোগ, ‘‘গত লোকসভা ভোটের আগেও এ ধরনের নানা অভিযোগ তুলে মানুষকে বিভ্রান্ত করেছিলেন বাবুল। এ বারেও একই রকমের চেষ্টা করছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন