Burdwan Municipality Bank Fraud

চেক ব্যবহার করে প্রতারণা! ব্যাঙ্ক জালিয়াতিকাণ্ডে এ বার বর্ধমান পুরসভার চেয়ারম্যানকে তলব করল পুলিশ

ঘটনাটি ঘটে গত বছরের অগস্ট মাসে। অভিযোগ, বর্ধমান পুরসভার দু’টি চেক ব্যবহার করে মহারাষ্ট্রের নাগপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের হিঙ্গনঘাট শাখা থেকে ১ কোটি ৪৫ লক্ষ ৭৩ হাজার টাকা তুলে নেওয়া হয়। চেক দু’টি একটি স্বর্ণবিপণির নামে কাটা হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ১৪:১৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ব্যাঙ্ক জালিয়াতিকাণ্ডে এ বার বর্ধমান পুরসভার চেয়ারম্যানকে তলব করল মহারাষ্ট্র পুলিশ। অভিযোগ, পুরসভার চেক ব্যবহার করে ব্যাঙ্ক থেকে প্রায় ১ কোটি ৪৬ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। ওই ঘটনায় তদন্তের স্বার্থেই পুরসভার চেয়ারম্যানকে ডেকে পাঠানো হয়েছে। বুধবার মহারাষ্ট্রের আর্থিক অপরাধদমন শাখার সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

Advertisement

এ বিষয়ে পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, ‘‘চেকে সই থাকার জন্য তা মিলিয়ে দেখতে তদন্তকারী সংস্থা ডেকে পাঠিয়েছে। তদন্তে সব ধরনের সহযোগিতা করা হবে।’’ উল্লেখ্য, এর আগে পুরসভার চিফ এগজিকিউটিভ অফিসারকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। ইতিমধ্যেই তিনি তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিয়েছেন। তাঁর সইয়ের নমুনাও সংগ্রহ করা হয়েছে বলে পুরসভা সূত্রে খবর। চেকে সই রয়েছে, পুরসভার এমন আরও এক আধিকারিককে তদন্তের প্রয়োজনে ডেকে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটে গত বছরের অগস্ট মাসে। অভিযোগ, বর্ধমান পুরসভার দু’টি চেক ব্যবহার করে মহারাষ্ট্রের নাগপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের হিঙ্গনঘাট শাখা থেকে ১ কোটি ৪৫ লক্ষ ৭৩ হাজার টাকা তুলে নেওয়া হয়। চেক দু’টি একটি স্বর্ণবিপণির নামে কাটা হয়েছিল। প্রথম দফায় পুরসভার অ্যাকাউন্ট থেকে ৪৮ লক্ষ ২১ হাজার টাকা তোলা হয়। পরে আরও একটি চেকে তোলা হয় ৯৭ লক্ষ ৫২ হাজার টাকা। চেকগুলিতে পুরসভার একাধিক আধিকারিকের সই জাল করা হয়েছিল বলে অভিযোগ। পর পর দু’টি চেক ব্যবহার করে কী ভাবে এত টাকা তোলা হল, তা নিয়ে বিতর্ক শুরু হয়। তদন্তে নামে মহারাষ্ট পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুরসভার এক অস্থায়ী কর্মীকে গ্রেফতার করে আর্থিক অপরাধদমন শাখা। তদন্তের প্রয়োজনে তাঁকে মহারাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। এখন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তিনি। মহারাষ্ট্র থেকে গ্রেফতার করা হয়েছে আরও চার জনকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement