শঙ্করপুরের রাস্তায় গুলিতে অধরা দুষ্কৃতীরা

দিনদুপুরে প্রকাশ্য রাস্তায় হার ছিনতাইয়ে বাধা পেয়ে গুলি চালিয়ে চম্পট দিয়েছিল দুই দুষ্কৃতী। তার পরে দু’দিন কেটে গেলেও কাউকে গ্রেফতার করতে পারল না পুলিশ। সোমবার সকাল ১১টা নাগাদ দুর্গাপুরের নিউটাউনশিপ থানা এলাকার শঙ্করপুরে (পশ্চিম) ঘটনাটি ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৬ ০১:২১
Share:

দিনদুপুরে প্রকাশ্য রাস্তায় হার ছিনতাইয়ে বাধা পেয়ে গুলি চালিয়ে চম্পট দিয়েছিল দুই দুষ্কৃতী। তার পরে দু’দিন কেটে গেলেও কাউকে গ্রেফতার করতে পারল না পুলিশ। সোমবার সকাল ১১টা নাগাদ দুর্গাপুরের নিউটাউনশিপ থানা এলাকার শঙ্করপুরে (পশ্চিম) ঘটনাটি ঘটে। সেখানকার গোল্ডেন পার্কের কাছে এক মহিলা দোকানে যাওয়ার সময়ে রাস্তায় একটি মোটরবাইকে চড়ে আসা দুই দুষ্কৃতী তাঁর গলার হার ধরে টান দেয়। হারের অর্ধেক অংশ চলে যায় দুষ্কৃতীদের হাতে। মহিলা চিৎকার করলে সামনে কেব্‌লের কাজ করতে আসা মিস্ত্রি তপন মাইতি মোটরবাইকের রাস্তা আটকে দাঁড়ান। তাঁর দিকে গুলি ছুড়ে দুষ্কৃতীরা পালায়। তপনবাবুর গা ছুঁয়ে গুলি চলে যায়।

Advertisement

ঘটনার পরেই এলাকায় গিয়ে মহিলার কাছে বিশদ বিবরণ শুনেছিল পুলিশ। দিনের আলোয় এলাকার রাস্তায় এমন দুষ্কৃতী-দৌরাত্ম্য দেখে আতঙ্কে বাসিন্দারা। তাঁদের দাবি, ঘটনার পরে কেউ ধরা না পড়ায় আতঙ্ক কাটছে না। পুলিশের অবশ্য আশ্বাস, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলানো হচ্ছে। শীঘ্রই অপরাধীদের নাগাল পাওয়া যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement