Death of Woman in Asansol

পণের দাবিতে খুন আসানসোলে? বধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য, ভাঙচুর চলল শ্বশুরবাড়িতেও

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম পাপিয়া গোপ (২৫)। বাপের বাড়ি বারাবনির গৌরন্ডি এলাকায়। বছরদুয়েক আগে আসানসোলের রানিগঞ্জের আমকোলা গ্রামের বাসিন্দা পার্থ গোপের সঙ্গে বিয়ে হয়েছিল পাপিয়ার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৪
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়়াল পশ্চিম বর্ধমানের আসানসোলে। ঘটনায় খুনের অভিযোগ তুলে সরব হল মৃতার পরিবার। এমনকি, শ্বশুরবাড়িতে ঢুকে ভাঙচুরও চালালেন উত্তেজিত পরিজনেরা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম পাপিয়া গোপ (২৫)। বাপের বাড়ি বারাবনির গৌরন্ডি এলাকায়। বছরদুয়েক আগে আসানসোলের রানিগঞ্জের আমকোলা গ্রামের বাসিন্দা পার্থ গোপের সঙ্গে বিয়ে হয়েছিল পাপিয়ার। রবিবার ওই বধূর দেহ উদ্ধার হয়। ঘটনা জানাজানি হতেই চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে শ্বশুরবাড়িতে ভাঙচুরও চালান মৃতার বাপের বাড়ির লোকজন।

পরিবারের অভিযোগ, স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা প্রায়ই পণের দাবিতে পাপিয়াকে অত্যাচার করতেন। বাপের বাড়ি থেকে টাকা যোগাড় করার জন্য বধূকে নানা ভাবে চাপ দেওয়া হত। দিন কয়েক আগে তাঁরা পাপিয়ার বাপের বাড়ির কাছে এক লক্ষ টাকা দাবি করেন বলে অভিযোগ। সেই আবহে আচমকা বধূর মৃত্যুকে রহস্যজনক বলেই মনে করছেন পরিজনেরা। তাঁদের দাবি, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। অন্য দিকে, খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আমকোলায় গিয়ে ভাঙচুর চালান বধূর বাপের বাড়ির সদস্যেরা। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই ঘটনার একটি ভিডিয়োও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

স্থানীয় সূত্রে খবর, ওই দম্পতির এক বছরের এক কন্যাসন্তান রয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার স্বামীকে আটক করা হয়েছে। শ্বশুরবাড়ির বাকি সদস্যদেরও খোঁজ চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement