—প্রতীকী ছবি।
কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার পুলিশ। ধৃতের নাম সঞ্জয় মাজি ওরফে বামা। খণ্ডঘোষ থানার গুইর গ্রামে তাঁর বাড়ি। রবিবার ভোরে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে রবিবারই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ধৃতকে মঙ্গলবার বর্ধমানের পকসো আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। ধৃতের মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য বর্ধমানের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিশ জানিয়েছে, গুইর গ্রামেই বছর ১৬–র ওই কিশোরীর বাড়ি। শুক্রবার বিকেলে বাড়িতে কেউ ছিলেন না। কিশোরী ঘরে একা ঘুমাচ্ছিল। সেই সময় মাছের দাম চাওয়ার জন্য ঘরে আসেন সঞ্জয়। কেউ না থাকার সুযোগ নিয়ে কিশোরীর ঘরে ঢুকে তিনি দরজার খিল বন্ধ করে দেন। এর পর কিশোরীর হাত ধরে তিনি টানাহেঁচড়া করেন বলে অভিযোগ। এমনকি কিশোরীর পোশাক ধরেও তিনি টানাটানি করেন। কিশোরী চিৎকার শুরু করলে অভিযুক্ত পালিয়ে যান। ঘটনার দিনই কিশোরীর বাবা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পকসো আইনের ৮ ধারায় মামলা রুজু করেছে থানা।