Arrest

বাড়ি কেনার ফেরত চাওয়ায় বৃদ্ধ বাবাকে কোপানোর অভিযোগে বর্ধমানে গ্রেফতার এক

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৩ ২২:৫৫
Share:

—প্রতীকী ছবি।

জমি বিক্রি করে বাড়ি কেনার জন্য দেওয়া ৪০ লক্ষাধিক টাকার হিসাব চাওয়ায় ৭৫ বছরের বৃদ্ধ বাবাকে মারধর ও ছুরি দিয়ে কোপানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের রায়না থানার সেহারাবাজার অনুসন্ধান কেন্দ্রের পুলিশ। ধৃতের নাম হরিমোহন পাল ওরফে বাপি। খণ্ডঘোষ থানার আমরুল গ্রামে তাঁর বাড়ি। শনিবার ভোরে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে শনিবারই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

Advertisement

পুলিশ জানিয়েছে, সেহারাবাজারের সারদাপল্লির বাসিন্দা সুশীল কুমার পাল কয়েক মাস আগে তাঁর ও প্রথম পক্ষের ছেলের নামে বাড়ি কিনতে জমি বিক্রি করে ৪০ লক্ষ ৫০ হাজার টাকা দেন। কিছু দিন পর তিনি জানতে পারেন, বাড়ি কেনা হয়নি। ছেলে ও পুত্রবধূ সব টাকা আত্মসাৎ করে নিয়েছেন। এর পর দাদার ক্ষৌরকর্মের অনুষ্ঠানে যোগ দিতে তিনি রায়না থানার খেমতা গ্রামের বাড়িতে যান। সেখানে তাঁর ছেলে ও পুত্রবধূও যান। তাঁদের কাছে তিনি টাকা কী হল, তা জানতে চান। এ নিয়ে তাঁদের সঙ্গে বচসা বাধে। স্ত্রীকে খেমতা গ্রামের বাড়িতে রেখে বিকেলে তিনি সাইকেলে চেপে সেহারাবাজারে বাড়ি ফিরছিলেন। পথে রেলগেটের কাছে ছেলে ও পুত্রবধূ তাঁর পথ আটকান। তাঁকে দাঁড়াতে বলেন। কিন্তু, তিনি সাইকেল চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় তাঁকে ধাক্কা দিয়ে সাইকেল থেকে ফেলে দেওয়া হয়। এর পর তাঁকে বেধড়ক মারধর করা হয়। ছুরি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। তাঁর চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয় বাসিন্দারা এলে ছেলে ও পুত্রবধূ সেখান থেকে চলে যান। তাঁকে রায়নার মহেশবাটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে হাসপাতালের চিকিৎসক তাঁকে কলকাতার এসএসকেএমে স্থানান্তরের পরামর্শ দেন। সেই মতো তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। সুস্থ হওয়ার পর বৃদ্ধ নিজেই ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে মারধর ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করেছে থানা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement