Goods Train Accident

রেললাইন পার হওয়ার সময় ধাক্কা মালগাড়ির! আসানসোলে ট্র্যাক্টর উল্টে মৃত এক, জখম দু’জন

স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার পর জামুড়িয়া থানার পুলিশ স্থানীয় কয়েক জনের সহায়তার উদ্ধারকাজ শুরু করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের আধিকারিক এবং আরপিএফ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১৫:১২
Share:

দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ি। —নিজস্ব চিত্র।

রেললাইন পার করতে গিয়ে অঘটন। মালগাড়ির ধাক্কায় ইটবোঝাই ট্র্যাক্টর উল্টে মারা গেলেন এক জন। জখম হলেন দু’জন। সোমবার ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের আসানসোলের জামুড়িয়ার নন্ডী এলাকায়।

Advertisement

রেল সূত্রে খবর, সোমবার সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি হয়। ইটভর্তি একটি ট্র্যাক্টর নিয়ে রেলগেট পার করছিলেন চালক। ট্র্যাক্টরে ছিলেন আরও দুই ব্যক্তি। সেই সময় একটি খালি মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে ট্র্যাক্টরের। ট্র্যাক্টরে থাকা এক ব্যক্তি অকুস্থলেই মারা যান। জখম হন বাকি দু’জন। তাঁদের উদ্ধার করে আকলপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন তাঁরা।

স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার পর জামুড়িয়া থানার পুলিশ স্থানীয় কয়েক জনের সহায়তার উদ্ধারকাজ শুরু করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের আধিকারিক এবং আরপিএফ। ওই দুর্ঘটনার ফলে রেললাইনের ক্ষতি হয়েছে। তার মেরামতির কাজ শুরু হয়েছে।

Advertisement

ইটভর্তি ট্র্যাক্টরটি রেলের ইঞ্জিনের সঙ্গে আটকে যাওয়ার ফলে উদ্ধারকাজে দেরি হয়েছে। ফেঁসে গেছে। সেটায় রেল কর্মীরা উদ্ধার করছে। বাসিন্দার জানাচ্ছেন, সীতারামপুর-বারাবনি-অন্ডালের রেললাইনে ওই দুর্ঘটনা হয়। মৃতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তদন্ত করছে রেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement