পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের লোদনা গ্রাম পঞ্চায়েতের মেটেডাঙা কলোনি এলাকায় দেখা দিয়েছে নদীভাঙন। —নিজস্ব চিত্র।
টানা বৃষ্টিতে ফুলেফেঁপে ওঠা দামোদর নদের জলে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের লোদনা গ্রাম পঞ্চায়েতের মেটেডাঙা কলোনি এলাকায় দেখা দিয়েছে নদীভাঙন। নদীর জল প্রবল বেগে পাড় ভাঙছে, আর তাতেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক হয়ে ওঠে যে, মঙ্গলবার রাতে স্থানীয় বিধায়ক নবীনচন্দ্র বাগ ও জনপ্রতিনিধিরা এলাকাবাসীদের মধ্যে বেশ কয়েক জনকে নিরাপত্তার স্বার্থে নিকটবর্তী স্কুলঘরে সরিয়ে নিয়ে যান। বর্তমানে জল কিছুটা নামলেও আতঙ্ক কাটেনি।
এরই মধ্যে বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে যান পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) প্রসেনজিৎ দাস। তাঁর সঙ্গে ছিলেন খণ্ডঘোষের বিডিও ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। এলাকাবাসীরা প্রশাসনের কাছে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা বাসুদেব সরকার বলেন, “খুব আতঙ্কে ছিলাম। ওরা এসে আশ্বাস দিয়েছেন, কিন্তু আমরা চাই স্থায়ী সমাধান।”
পঞ্চায়েত সদস্য সিদ্ধার্থশঙ্কর রায় বলেন, “এলাকার বিধায়ক-সহ প্রশাসনের সব স্তরে জানানো হয়েছে। আশা করছি, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ বলেন, “ভাঙন প্রবল হওয়ায় কয়েক জন গ্রামবাসীকে পার্শ্ববর্তী স্কুলঘরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এখন জল কিছুটা নেমেছে, পরিস্থিতি প্রায় স্বাভাবিক। নদীর পাড়ে শালবল্লা পুঁতে ভাঙন রোধের কাজ চলছে।”