—প্রতীকী চিত্র।
অজ্ঞাত পরিচয় কিশোরীর নিথর দেহ উদ্ধার পশ্চিম বর্ধমানের আসানসোলে। শুক্রবার দুপুর থেকে এ নিয়ে শোরগোল আসানসোল দক্ষিণ থানার ডামরা তিন নম্বর এলাকায়। স্থানীয় সূত্রে দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে মেয়েটিকে। দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। যদিও এখনই বিষয়টি নিয়ে বিস্তারিত ভাবে কিছু বলেনি পুলিশ।
শুক্রবার দুপুরে আসানসোল পুরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের সাত নম্বর খোলামুখ খনির সামনে পলাশবনে একটি দেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়েরা। খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেও মৃতার নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়েরা জানাচ্ছেন, অন্যত্র অত্যাচার করে মেয়েটিকে ওই জঙ্গলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল। জঙ্গলের মাঝে পাতা ঢাকা দেওয়া ওই কিশোরীর দেহটি উদ্ধার হয় শুক্রবার দুপুরে। নেপথ্যে কারা, এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।