Supreme Court on SSC Exam

‘এক জন দাগি অযোগ্য প্রার্থীও যেন পরীক্ষায় না বসেন’! নির্ধারিত দিনে এসএসসি পরীক্ষা নেওয়ার নির্দেশে বলল সুপ্রিম কোর্ট

আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর নির্ধারিত দিনেই এসএসসি পরীক্ষা হবে। শুক্রবার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। কোনও ‘দাগি’ অযোগ্য প্রার্থী যাতে পরীক্ষায় না বসতে পারেন, তা নিশ্চিত করতে হবে এসএসসি-কে, বলল ডিভিশন বেঞ্চ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ১৩:৪১
Share:

এসএসসি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষারত প্রার্থীরা। —প্রতীকী ছবি। আনন্দবাজার আর্কাইভ থেকে।

আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর নির্ধারিত দিনেই স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি পরীক্ষা হবে। শুক্রবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চের নির্দেশ, ‘দাগি’ অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না। সে বিষয়টি নিশ্চিত করতে হবে এসএসসি কর্তৃপক্ষকেই।

Advertisement

শুক্রবার এসএসসি-র কাছে শীর্ষ আদালত জানতে চায়, কত জন ‘দাগি অযোগ্য’ প্রার্থী রয়েছেন? জবাবে এসএসসি বলে, সংখ্যাটা ১৯০০-র মতো। ওই সময়ে ‘যোগ্য শিক্ষক’দের হয়ে আন্দোলনকারী নেতা চিন্ময় মণ্ডল সুপ্রিম কোর্টে কিছু বলার জন্য এগিয়ে যান। তাঁকে ভর্ৎসনা করে শীর্ষ আদালত। চিন্ময়কে উদ্দেশ করে বিচারপতি শর্মা বলেন, ‘‘আপনি মামলা দাখিল করেছেন? ওখানে পিছনে গিয়ে বসুন। এটা কোনও পাবলিক প্ল্যাটফর্ম নয়।’’ তার পর আবার বিচারপতি বলেন, ‘‘এক জন দাগি অযোগ্যকেও পরীক্ষায় বসতে দেওয়া যাবে না।’’

উল্লেখ্য, শিক্ষক নিয়োগের পরীক্ষা যে আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বরই হচ্ছে, তা চূড়ান্ত ভাবে বৃহস্পতিবারই জানিয়ে দেয় এসএসসি। আগেই পরীক্ষার সম্ভাব্য দিনের কথা জানিয়ে ডিআই-দের প্রস্তুত থাকতে বলা হয়েছিল। তার পর বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ বার সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ায় এ নিয়ে আর জল্পনার অবকাশ রইল না।

Advertisement

এর আগে শীর্ষ আদালতের নির্দেশমতো আবেদনের সময় ১০ দিন বৃদ্ধি করা হয়। এসএসসি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে আগামী ৩ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে। শীর্ষ আদালত পরীক্ষা–সহ অন্যান্য সূচি পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিল। কিন্তু ৭ ও ১৪ সেপ্টেম্বরের পরে পরীক্ষার জন্য আর কোনও দিন পাওয়া যাচ্ছে না। কারণ, সামনেই রয়েছে পুজোর ছুটি। আর সুপ্রিম কোর্টের নির্দেশেই ছিল, ৩০ ডিসেম্বরের মধ্যে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নবম-দশম এবং একাদশ-দ্বাদশে, এসএসসি-র দুটি স্তরে রাজ্যে ৫ লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement