খুঁটিতে বেঁধে যুগলকে প্রহার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম (এআই প্রণীত)।
পরকীয়ার ‘অপরাধে’ যুগলকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে গণপিটুনির অভিযোগে শোরগোল পূর্ব বর্ধমানের আউশগ্রামের ভেদিয়ায়। শেষ পর্যন্ত পুলিশ ওই যুগলকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।
স্থানীয় সূত্রে খবর, বছর ত্রিশের এক বিবাহিতা যুবতীর সঙ্গে পাশের গ্রামের এক যুবকের ‘সম্পর্ক’ নিয়ে বেশ কিছু দিন ধরে চর্চা চলছিল। গত শুক্রবার গভীর রাতের দু’জনকে ধরে আনেন কয়েক জন গ্রামবাসী। অভিযোগ, বিবাহিত ওই যুবক রাত ১টা নাগাদ পরস্ত্রীর ঘরে ঢুকেছিলেন। ওই বধূর শাশুড়ির নজরে পড়েন যুবকটি। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে যান বাড়িতে। এর পর যুগলকে ধরে নিয়ে গিয়ে মারধর হয়। রাতে বেঁধে রাখা হয় দু’জনকেই।
শনিবার সকাল হতেই রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে বেঁধে আবার মারধর শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু যুগলকে উদ্ধার করতে গিয়ে বাধার মুখে পড়ে তারা। জানা যাচ্ছে, পুলিশকে ধাক্কাধাক্কি করা হয়। শেষমেশ দু’জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
ভিন্রাজ্যে শ্রমিকের কাজ করেন ওই বধূর স্বামী। তার মধ্যে প্রতিবেশী এক যুবকের প্রেমে পড়েন স্ত্রী। ‘গ্রামের পরিবেশ খারাপ’ হচ্ছে, এই অভিযোগ করে দু’জনকে ধরে রাতভর আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, এ নিয়ে কোনও তরফেই লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে কী ঘটেছে, খতিয়ে দেখা হচ্ছে।