থাকা, খাওয়ার ব্যবস্থা-সহ বিভিন্ন পরিকাঠামোগত সমস্যা রয়েছে হস্টেলে। এই অভিযোগে রবিবার বর্ধমান শহরের বড় বাজার এলাকায় পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ড পরিচালিত একটি মুসলিম গার্লস হস্টেলের আবাসিকরা মেট্রনকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন।
এ দিন বেলা ১১টা থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন আবাসিকেরা। খাদিজা খাতুন নামে এক ছাত্রীর অভিযোগ, ‘‘হস্টেলের মেট্রন ছাত্রী ও তাঁদের অভিভাবকদের সঙ্গে দুর্বব্যহার করেন। হস্টেলে বিস্তর অনিয়ম হয়।’’ বিক্ষোভকারীদের অভিযোগ, প্রশাসনকে সমস্যার কথা জানিয়েও লাভ হয়নি।
হস্টেল সূত্রে জানা গিয়েছে, একাদশ শ্রেণি থেকে স্নাতক স্তরের মোট ৭৮ জন ছাত্রী এখানে থাকেন। যদিও অভিযোগ প্রসঙ্গে মেট্রন হোসনেহারা বেগমের বক্তব্য, ‘‘উপর তলার নির্দেশ মেনে এই বিষয়ে কিছু বলতে পারব না। আমার মুখ খোলা নিষেধ।’’ ওয়াকফ বোর্ডের অন্যতম কর্তা আব্দুল গনি বলেন, ‘‘ওই হস্টেলে কয়েকটি সমস্যা রয়েছে। কর্মীর সংখ্যাও কম। আলোচনার মাধ্যমে সমস্যা মেটানো হবে।’’ এ দিন সন্ধ্যা পর্যন্ত ছাত্রীরা ঘেরাও তোলেননি বলে জানা গিয়েছে।
ফাটল বোমা। বোমা ফেটে উড়ে গেল বাড়ির চাল। রবিবার বিকেল ৫টা নাগাদ কেতুগ্রামের আনখোনার চাতানপাড়ার ঘটনা। কেউ হতাহত হননি। স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজ শেখ নামে ব্যক্তির বাড়িতে মাটি-চাপা দিয়ে বোমাগুলি রাখা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।