কর্মী সম্মেলন

শ্রমিক সংগঠনকে আরও জনমুখী করে তুলতে রবিবার বর্ধমানে একটি কর্মী সম্মেলন করল কংগ্রেস। বর্ধমানের বিজয় তোরণে হওয়া হওয়া ওই সম্মেলনে রায়না, খণ্ডঘোষ, আউশগ্রাম, মেমারি, জামালপুর ও গলসি থেকে বিভিন্ন প্রতিনিধিরা যোগ দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৫ ০০:৫৯
Share:

শ্রমিক সংগঠনকে আরও জনমুখী করে তুলতে রবিবার বর্ধমানে একটি কর্মী সম্মেলন করল কংগ্রেস। বর্ধমানের বিজয় তোরণে হওয়া হওয়া ওই সম্মেলনে রায়না, খণ্ডঘোষ, আউশগ্রাম, মেমারি, জামালপুর ও গলসি থেকে বিভিন্ন প্রতিনিধিরা যোগ দেন। আইএনটিইউসি-র জেলা সভাপতি (গ্রামীণ) তপন মুখোপাধ্যায় অভিযোগ করেন, ‘‘শাসক দলের ভুল নীতির জন্য কারখানার শ্রমিকেরা প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।’’ কংগ্রেস নেতা কাশীনাথ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, ‘‘বেছে বেছে আমাদের দল বা সংগঠনের সমর্থক কর্মীদের ছাঁটাই করা হচ্ছে।’’ যদিও আইএনটিটিইউসি নেতা সেলিম খান অভিযোগ অস্বীকার করেন, ‘‘লেবার কমিশন বা মন্ত্রীদের উপস্থিতিতে কারখানার সমস্যা নিয়ে আলোচনা হয়। কর্মী ছাঁটাই বা নিয়োগে আমাদের কোনও ভূমিকা নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement