Murder

নিত্য বচসা! মন্তেশ্বরে বাবাকে কোপ পুত্রের, ঘুমের মধ্যেই প্রাণ হারালেন বৃদ্ধ

কয়েক বিঘা জমি চাষ করে যে উপার্জন হত, তাতেই গ্রামের বাসিন্দা মোস্তাফার সংসার চলত। তাঁর স্ত্রী আগেই মারা গিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ২৩:১২
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বাড়িতে ঘুমিয়ে ছিলেন বাবা। অভিযোগ, ঘুমন্ত অবস্থাতেই তাঁকে কুপিয়ে খুন করেন পুত্র। নমাজ পড়তে যাওয়ার আগে পুত্রের হামলায় প্রাণ হারান বৃদ্ধ। মঙ্গলবার দুপুরে এই ঘটনাটি হয়েছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের আকবরনগর গ্রামে। গোলাম মোস্তাফা মণ্ডলকে খুনের অভিযোগে পুত্র জাহিদুল মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

মন্তেশ্বরের কুসুমগ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত গ্রাম আকবরনগর। কয়েক বিঘা জমি চাষ করে যে উপার্জন হত, তাতেই গ্রামের বাসিন্দা মোস্তাফার সংসার চলত। তাঁর স্ত্রী আগেই মারা গিয়েছেন। বৃদ্ধের দুই পুত্রের মধ্যে বড় জন কর্মসূত্রে অন্য জায়গায় থাকেন। ছোট জন এবং এক কন্যা রোশনা বিবি বাড়িতে থাকতেন। পরিবার সূত্রে খবর, পুত্র জাহিদুল কাজকর্ম তেমন কিছু করতেন না। সেই নিয়ে বাবার সঙ্গে তাঁর অশান্তি লেগে থাকত।

মৃত ব্যক্তির কন্যা জানান, খুঁটিনাটি বিষয় নিয়ে তাঁর বাবার সঙ্গে ভাইয়ের অশান্তি হত। ভাই অনেক বেলা করে ঘুম থেকে উঠে বাইরে চলে যেতেন। দুপুরে খাবার সময় এসে খেতেন। রোশনা জানান, দুপুরে নিজের সন্তানকে তিনি স্কুল নিয়ে গিয়েছিলেন। সে সময় বাড়ি ফাঁকা ছিল। সেই সুযোগে তাঁর ছোট ভাই জাহিদুল বাবাকে কুপিয়ে খুন করেন।

Advertisement

রোশনার কথায়, “সাড়ে ১০টার সময় আমি স্কুল যাই। দুপুর ১টা নাগাদ আমি বাড়ি ফিরি। বাড়ি ফিরে দেখি বাবা শুয়ে আছে। নমাজ পড়তে যাওয়ার কথা ছিল বলে বাবাকে ডাকি। তখনই দেখি বাবার মাথায় কোপ মারা হয়েছে।’’

স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ শাহজাহান বলেন, ‘‘বাবার সঙ্গে ছেলের সম্পর্ক ভাল ছিল না।’’ পুলিশের দাবি,বৃদ্ধ বাবাকে খুনের কথা ধৃত স্বীকার করেছেন। খুনের ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে বুধবার কালনা আদালতে হাজির করানো হবে। বৃদ্ধের দেহের ময়নাতদন্তও করা হবে বলে পুলিশ জানিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement