Katwa

এক দিনেই শিল্পী উধাও, মোছা ছবিও

মলিন পোশাক, মাস্কে ঢাকা মুখ নিয়ে কালো পিচের রাস্তায় এক মনে বসে ছবি আঁকছিলেন ওই ব্যক্তি। কথা বলতে চাইছিলেন না। অনেকের অনুমান তিনি মূক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাটোয়া শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ০৯:৫৭
Share:

কাটোয়ার রাস্তায় বৃহস্পতিবার দেখা গিয়েছিল এই ছবি। নিজস্ব চিত্র

ব্যস্ত রাস্তায় কাঠকয়লা, ইট, চক দিয়ে ছবি এঁকে চলেছেন তিনি। লিখছেন বাড়ির ঠিকানা, সাহায্যের আর্জিও। কাটোয়ার রাস্তায় ভবঘুরে ওই শিল্পী মন কেড়েছেন অনেকেরই। বৃহস্পতিবার দুপুরে সার্কাস ময়দানের ধারে রাস্তায় বসে এক মনে ছবি আঁকছিলেন তিনি। পথচলতি অনেকেই দাঁড়িয়ে পড়েন। শিল্পীর ছবি ছড়িয়ে যায় নেট মাধ্যমেও। শুক্রবার সকাল থেকেও সার্কাস ময়দান, স্টেশন বাজারে ওই ভবঘুরেকে দেখতে ছোটেন অনেকে। তবে আর সন্ধান মেলেনি তাঁর। স্থানীয় বাসিন্দাদের অনুমান, শিল্পের ছোঁয়া এ বার অন্যত্র ছড়াতে গিয়েছেন তিনি। শহর ছাড়ার আগে নিজের আঁকা ছবি মুছেও দিয়ে যান তিনি।

Advertisement

মলিন পোশাক, মাস্কে ঢাকা মুখ নিয়ে কালো পিচের রাস্তায় এক মনে বসে ছবি আঁকছিলেন ওই ব্যক্তি। কথা বলতে চাইছিলেন না। অনেকের অনুমান তিনি মূক। ছবির মাধ্যমেই জীবনের ব্যথা যন্ত্রণার কথা তুলে ধরছিলেন ওই শিল্পী। জীবনের নানা উপদেশও লিখছিলেন। রাস্তায় লেখা ছিল, ‘এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন’। নিজের নান অনিল অধিকারী, বাড়ি মেদিনীপুরে, এ কথাও জানান তিনি। পেটের জ্বালায় রাস্তায় ছবি আঁকছেন। পথই এখন তাঁর ঠিকানা, এ কথাও লেখেন। পথচলতি মানুষজন শিল্পীকে কিছু টাকা সাহায্যও করেন।

ছোটন পাল নামে শহরের এক বাসিন্দা বলেন, ‘‘সামাজিক মাধ্যমে ভবঘুরে ওই শিল্পীর প্রতিভা দেখে তাজ্জব হয়ে গিয়েছিলাম। নিজের চোখে তাঁকে দেখার জন্য শুক্রবার শহরের নানা প্রান্ত মোটরবাইকে ঘুরেছি। কিন্তু তাঁর দেখা পাইনি। কাঠকয়লা ও ইটের টুকরো দিয়ে কী সুন্দর করে গাছের ডালে দুটি পাখি বসার দৃশ্য ফুটিয়ে তুলেছিলেন উনি।’’

Advertisement

স্টেশনবাজার, সার্কাস ময়দানের বাসিন্দারা জানান, আগে কোনও দিন শহরে ওই ভবঘুরেকে দেখেননি তাঁরা। পুলিশের দাবি, তাঁদের কাছে এমন কোনও ব্যক্তির খবর নেই। কেউ কিছু জানালে খোঁজ নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন