পঞ্চায়েত সমিতিতে দ্বন্দ্ব এড়াতে বৈঠক তৃণমূলের

পঞ্চায়েতের বোর্ড গঠনে অন্তর্কলহ সামনে এসে পড়েছে বারবার। জামালপুর, পূর্বস্থলী, কালনা, গলসি, মেমারি-সহ বিভিন্ন এলাকার পঞ্চায়েতে দলের প্রধান পদের প্রার্থীকে না মেনে ভোটাভুটিতে গিয়েছেন সদস্যেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮ ০১:৩৯
Share:

প্রতীকী ছবি।

পঞ্চায়েতের বোর্ড গঠনে অন্তর্কলহ সামনে এসে পড়েছে বারবার। জামালপুর, পূর্বস্থলী, কালনা, গলসি, মেমারি-সহ বিভিন্ন এলাকার পঞ্চায়েতে দলের প্রধান পদের প্রার্থীকে না মেনে ভোটাভুটিতে গিয়েছেন সদস্যেরা। বেশির ভাগ জায়গায় দল নির্ধারিত প্রধান বা উপপ্রধান পদপ্রার্থীরা হেরে গিয়েছেন। পঞ্চায়েত সমিতিতে যাতে তেমন গোলমাল না পাকে, সে জন্য সোমবার বিকেল থেকে বৈঠক হল বর্ধমানের কালীবাজারে তৃণমূলের জেলা সদর দফতরে।

Advertisement

২০১৩ সালের পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের সময়ে গলসি ২-সহ নানা পঞ্চায়েত সমিতিতে ভোটাভুটি করতে হয়। সেই পরিস্থিতি এড়ানোর জন্যই এ দিন দীর্ঘ বৈঠক হয়। আজ, মঙ্গলবার থেকে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে। কিন্তু বৈঠকে সব পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি নিয়ে ঐকমত্য হয়নি বলে শাসকদল সূত্রে জানা গিয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ, মঙ্গলবার বর্ধমান উত্তর মহকুমার আউশগ্রাম ১ ও ২, বর্ধমান ১ ও ২, গলসি ১ ও ২ পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের কথা। কাটোয়া মহকুমার ৫টি পঞ্চায়েত সমিতিতেও এ দিন সভাপতি নির্বাচন হবে। কালনা মহকুমার সঙ্গে ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন হবে ২২ সেপ্টেম্বর। কাল, বুধবার মেমারি ১, রায়না ১ ও ২, জামালপুর, খণ্ডঘোষের সভাপতি নির্বাচন হবে। মেমারি ২ ব্লকে তা হবে বৃহস্পতিবার।

Advertisement

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে কোথাও যাতে অশান্তি না হয়, সে জন্য পুলিশি টহল চলছে। ব্লক দফতরেও যথেষ্ট পুলিশ মোতায়েন থাকবে।

শাসকদল সূত্রে জানা যায়, কাটোয়া ২ পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার সম্ভাবনা রয়েছে পুলিশের গুলিতে নিহত তুহিন সামন্তের স্ত্রী, নন্দীগ্রামের বাসিন্দা নিষাদ সামন্তের। কাটোয়া ১-এ কণিকা বাইন, মেমারি ১-এ বসন্ত রুইদাস, মেমারি ২-এ মামণি মুর্মু, রায়না ১-এ মৌসুমি ভট্টাচার্য, খণ্ডঘোষে অসিত বাগদি সভাপতি হতে পারেন বলে বৈঠকে ঠিক হয়েছে। আউশগ্রাম ১ পঞ্চায়েত সমিতিতে মনোরঞ্জন মাজি ও আউশগ্রাম ২-এ সৈয়দ হায়দার আলি সভাপতির দৌড়ে এগিয়ে। তবে এ দিন বৈঠকে জামালপুর, বর্ধমান ১ ও ২, গলসি ২, ভাতার এবং রায়না ২ পঞ্চায়েত সমিতির সভাপতি পদ নিয়ে জট খোলেনি বলে তৃণমূল সূত্রের দাবি।

জেলা সভাপতি স্বপন দেবনাথ শুধু বলেন, ‘‘পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের আগে বৈঠক ডাকা হয়েছিল। সেখানে সবার সঙ্গে আলোচনা করা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন