রোড-শো, মিছিলে জমল প্রচার

হাতে আর দু’সপ্তাহ। মাঝে ছুটির দিন হাতেগোনা। বাড়িতে গিয়ে সব ভোটারের দেখা মেলার সুযোগ শুধু সেই দিনগুলিতেই। তাই রবিবারের প্রচারে ফাঁক রাখতে চান না কোনও দলের প্রার্থীই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৪ ০২:৫১
Share:

প্রচারে দোলা সেন।—নিজস্ব চিত্র।

হাতে আর দু’সপ্তাহ। মাঝে ছুটির দিন হাতেগোনা। বাড়িতে গিয়ে সব ভোটারের দেখা মেলার সুযোগ শুধু সেই দিনগুলিতেই। তাই রবিবারের প্রচারে ফাঁক রাখতে চান না কোনও দলের প্রার্থীই।

Advertisement

কাঠফাটা গরম সত্ত্বেও কেউ রোড-শো, কেউ মিছিল, কেউ আবার হেঁটে প্রচার সারলেন রবিবার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়া রোদের ধাক্কায় বেশি দূর যাওয়া সম্ভব হচ্ছে না। তাই আসানসোল কেন্দ্রে চার দলের প্রার্থীই এ দিন সকাল-সকাল বেরিয়ে পড়লেন কর্মী-সদস্যদের সঙ্গে।

শনিবারই রানিগঞ্জে প্রচারে গিয়ে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। তবে এই ঘটনায় মোটেই দমে যাননি তিনি। এ দিন প্রচারে গেলেন সালানপুর ব্লকের বিভিন্ন এলাকায়। সাত সকালে পৌঁছে যান মেলেকোলা গ্রামে। রবিবারের সকালে গ্রামের রাস্তায় মুম্বইয়ের এই সঙ্গীতশিল্পীকে দেখার জন্য অনেকেই দরজা খুলে বেরিয়ে এসেছেন। এখান থেকে তিনি পার্শ্ববর্তী আরও কয়েকটি গ্রামে গিয়ে প্রচার সারেন।

Advertisement

এ দিন রানিগঞ্জে প্রচারে যান কংগ্রেস প্রার্থী ইন্দ্রাণী মিশ্র। তাঁর যাত্রা শুরু হয় রনাই থেকে। পরে আশপাশের সব এলাকায় ঘোরেন তিনি। তৃণমূল প্রার্থী দোলা সেন এ দিন ছিলেন আসানসোল শহরেই। এ দিন সকালে আসানসোল দক্ষিণ ও উত্তর, দুই কেন্দ্রের দুই বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ও মলয় ঘটককে সঙ্গে নিয়ে গাড়িতে চড়ে প্রচার করেন তিনি। দু’একটি জায়গায় তিনি পথসভাও করেছেন।

বারাবনির জামগ্রাম এলাকা থেকে রবিবার প্রচার শুরু করেন সিপিএম প্রার্থী তথা বিদায়ী সাংসদ বংশোগোপাল চৌধুরী। মূলত এই এলাকার আদিবাসী মানুষজনদের নিয়ে মিছিল করেন বংশোগোপালবাবু। সঙ্গে ধামসা, মাদল-সহ আদিবাসী নৃত্য। রোদের তেজ অন্য দিনের তুলনায় কিছুটা কম থাকলেও গরম হাওয়া ছিল যথেষ্টই। প্রার্থীর অবশ্য তার তোয়াক্কা না করেই প্রচার সারলেন এ দিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন