Trade Fair in Durgapur

ডিসেম্বরে বাণিজ্যমেলা ‘নবজাগরণের’ আসর বসছে দুর্গাপুরে, সাংবাদিক বৈঠকে ঘোষণা বেঙ্গল বিজ়নেস কাউন্সিলের

মেলার সূচি জানিয়ে কলকাতার একটি হোটেলে সাংবাদিক বৈঠক করেন বেঙ্গল বিজ়নেস কাউন্সিলের সদস্যেরা। তিন দিনের বাণিজ্যমেলায় কী হবে, তা সকলের সামনে তুলে ধরেন বেঙ্গল বিজনেস কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট তথা জর্জ টেলিগ্রাফ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সুব্রত দত্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৭:১৫
Share:

কলকাতায় সাংবাদিক বৈঠকে জর্জ টেলিগ্রাফ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সুব্রত দত্ত এবং বেঙ্গল বিজ়নেস কাউন্সিলের অন্য সদস্যেরা। ছবি: সংগৃহীত।

চতুর্থ বর্ষে বাণিজ্যমেলা ‘নবজাগরণ’-এর আসর বসতে চলেছে দুর্গাপুরে। আগামী ১৯ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে দুর্গাপুরের গান্ধী মোড়ের কর্পোরেশন গ্রাউন্ডে। সম্প্রতি একটি সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন ‘বেঙ্গল বিজ়নেস কাউন্সিল’-এর সদস্যেরা।

Advertisement

গত তিন বছর ধরে এই বাণিজ্যমেলা কলকাতায় আয়োজিত হয়ে আসছে। তবে এ বার স্থানীয় উদ্যোগপতিদের সুযোগ করে দিতে এবং স্থানীয় বাণিজ্যগোষ্ঠীকে উৎসাহিত করতে নবজাগরণ শীর্ষক মেলাটি দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলে করার সিদ্ধান্ত নেন উদ্যোক্তারা। সেই মতোই এ বছর মেলার আসর বসছে দুর্গাপুরে।

মেলার সূচি জানিয়ে কলকাতার একটি হোটেলে সাংবাদিক বৈঠক করেন বেঙ্গল বিজ়নেস কাউন্সিলের সদস্যেরা। তিন দিনের বাণিজ্যমেলায় কী হবে, তা সকলের সামনে তুলে ধরেন বেঙ্গল বিজ়নেস কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট তথা জর্জ টেলিগ্রাফ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সুব্রত দত্ত। তিনি জানান, তিন দিন শিল্পবিষয়ক সম্মেলন ছাড়াও অটোমোবাইল প্রদর্শনী, খাদ্যমেলা হবে। তা ছাড়াও ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রযুক্তি সংক্রান্ত একটি প্রদর্শনীর আয়োজন করবে। শিল্প সম্মেলনের পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

Advertisement

সাংবাদিক বৈঠকে কাউন্সিলের চেয়ারম্যান অভিষেক আঢ্য ব্যবসার সম্প্রসারণে এই বাণিজ্যমেলার ভূমিকার কথা তুলে ধরেন। এ বারের মেলার ‘থিম কান্ট্রি’ উজবেকিস্তান। এই দেশটির সাংস্কৃতিক এবং বাণিজ্যিক নানা নিদর্শন তুলে ধরা হবে তিন দিনের বাণিজ্যমেলায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement