Subrata Mukherjee

Subrata Mukherjee: সুব্রতদার নেতৃত্বে বড় হয়েছি, আমার অগ্রজ ও অভিভাবকতুল্য, শোকবার্তায় মমতা

প্রয়াত পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন-সহ রাজ্যের চারটি দফতরের মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র সুব্রত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ০০:১৪
Share:

সুব্রতদার নেতৃত্বে বড় হয়েছি, আমার অগ্রজ ও অভিভাবকতুল্য, শোকবার্তায় মমতা

‘‘এমন আলোর দিনে অন্ধকার নেমে আসবে ভাবতেও পারিনি।’’

দীপাবলির দিনে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর শুনে এই প্রতিক্রিয়া দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে এসএসকেএম-এ সুব্রতকে দেখতে গিয়েছিলেন তিনি। সেখানেই মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘‘সুব্রতদার মরদেহ দেখতে পারব না।’’

Advertisement

বৃহস্পতিবার রাত ৯টা ২২ মিনিটে প্রয়াত হন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন-সহ রাজ্যের চারটি দফতরের মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র সুব্রত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

শোকবার্তায় মুখ্যমন্ত্রী মমতা লেখেন, ‘রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং রাষ্ট্রীয় উদ্যোগ ও শিল্প পুনর্গঠন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। সুব্রতদা ক্রেতা সুরক্ষা, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। হাসিমুখে তিনি জেলায় জেলায় ঘুরে আমাদের সরকারের কাজে অতুলনীয় অবদান রেখেছেন। কলকাতার মেয়র হিসাবে কলকাতার সামগ্রিক উন্নয়নে তাঁর বিশেষ ভূমিকা স্মরণীয়।’

Advertisement

স্মৃতিরোমন্থন করে মমতা লেখেন, ‘সুব্রতদা ছাত্র আন্দোলনের সঙ্গে দীর্ঘ দিন যুক্ত থেকেছেন। ছাত্র আন্দোলনের সময় থেকেই আমি তাঁর সঙ্গে থেকেছি, তাঁর নেতৃত্বে বড় হয়েছি। সুদীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং শারদীয়া দুর্গাপুজোর সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। সুব্রতদার সঙ্গে আমার দীর্ঘ দিনের সুসম্পর্ক ছিল। তিনি আমার অগ্রজ ও অভিভাবকতুল্য ছিলেন। তাঁর প্রয়াণ আমার কাছে এক বিরাট ক্ষতি শুধু নয়, রাজ্যের তথা দেশের রাজনৈতিক জগতে এক বিরাট শূন্যতার সৃষ্টি করল।’

শেষে সুব্রতর পরিবারের উদ্দেশে তিনি লেখেন, ‘আমি ছন্দবাণী বৌদি- সহ সুব্রতদার পরিবার, পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন