মারের বদলায় মারতেই মরিয়া দিলীপ

শনিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে এক পথসভায় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘মিটিং-মিছিলে আপনারা বাঁশের মোটা মোটা ডান্ডা নিয়ে বেরোবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৮ ০৩:৪৯
Share:

দিলীপ ঘোষ।

ভোটের আগে ফের উস্কানি। মারের জবাবে মার দিতেই কর্মীদের পরামর্শ দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে এক পথসভায় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘মিটিং-মিছিলে আপনারা বাঁশের মোটা মোটা ডান্ডা নিয়ে বেরোবেন। হামলা হলেই প্রতিরোধ করুন। এমন মারবেন, যাতে হাসপাতালে ভর্তি করতে হয়। উঠে না দাঁড়াতে পারে।”

Advertisement

এর জবাবে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘‘যে সংস্কৃতিতে তিনি নিজে বিশ্বাস করেন, সেটাই এ রাজ্যে চালু করতে চাইছেন। তবে ওঁর দলে কি বাঁশ, ডান্ডা ধরার লোক আছে! যতই গোলমালের চেষ্টা করুক, লাভ নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement