Narendra Modi-Donald Trump

‘বন্ধু’ মোদীর সঙ্গে বিশ্বাসঘাতকতা! মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে অসুর সাজাল বহরমপুরের পুজো কমিটি

‘বন্ধু’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ডোনাল্ড ট্রাম্প! এই অভিযোগ তুলে এ বার মার্কিন প্রেসিডেন্টকে অসুর সাজাল মুর্শিদাবাদের বহরমপুরের পুজো কমিটি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৬
Share:

বহরমপুরের পুজোয় অসুররূপী ডোনাল্ড ট্রাম্প। —নিজস্ব চিত্র।

‘বন্ধু’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ডোনাল্ড ট্রাম্প! এই অভিযোগ তুলে এ বার মার্কিন প্রেসিডেন্টকে অসুর সাজাল মুর্শিদাবাদের বহরমপুরের পুজো কমিটি।

Advertisement

ট্রাম্পকে অসুর বানিয়ে আলোচনার কেন্দ্রে খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটি। সেই ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুজো কমিটির অন্যতম সদস্য প্রতীক বলেন, ‘‘ট্রাম্প আমাদের উপর যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যএ ভিসা নীতি কার্যকর করেছেন, তার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত। আমাদের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু মনে করতেন। ট্রাম্প তাঁর সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছেন। তাই তাঁকে অসুররূপে দেখানো হয়েছে।’’

স্থানীয় শিল্পী অসীম পাল এই প্রতিমাটি তৈরি করেছেন। বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায় উপস্থিতিতে প্রতিমাটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনের পর থেকেই ট্রাম্পের আদলে গড়া অসুর দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement