Rudranil Ghosh

Rudranil Ghosh: ভোটারদের হুমকির অভিযোগ রুদ্রনীলের, ওড়াল তৃণমূল

প্রিয়ঙ্কার বাড়ি বাড়ি প্রচারের ছবি তুলে তৃণমূলের কাছে পাঠাচ্ছেন ওই সাদা পোশাকের পুলিশকর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১ ০৫:০৩
Share:

ফাইল চিত্র।

ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের প্রচারে সাদা পোশাকের পুলিশ ঢুকে তৃণমূলের হয়ে কাজ করছে বলে বৃহস্পতিবার ওই কেন্দ্রের রিটার্নিং অফিসারের কাছে লিখিত ভাবে অভিযোগ করেছেন প্রার্থীর নির্বাচনী এজেন্ট সজল ঘোষ। আরও এক ধাপ এগিয়ে শুক্রবার প্রিয়ঙ্কার নির্বাচনী প্রচার কমিটির চেয়ারম্যান রুদ্রনীল ঘোষ অভিযোগ করলেন, প্রিয়ঙ্কার বাড়ি বাড়ি প্রচারের ছবি তুলে তৃণমূলের কাছে পাঠাচ্ছেন ওই সাদা পোশাকের পুলিশকর্মীরা। তার পরে তৃণমূলের পক্ষ থেকে সেই সব বাড়ির ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে।

Advertisement

বিজেপির এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন তৃণমূলের রাজ্য মুখপাত্র তথা সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, ‘‘এ সব হাস্যকর কথাবার্তা! আসলে ভবানীপুরের বিজেপি প্রার্থী বাড়ি বাড়ি প্রচারে গেলেই রান্নার গ্যাসের দাম কেন বেশি, ব্যাঙ্কের সুদ কেন কমিয়ে দেওয়া হচ্ছে, জীবন বিমা এবং অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থা কেন বিক্রি করে দেওয়া হচ্ছে— মানুষ এই সব প্রশ্নের জবাব চাইছেন। ফলে, মুখ দেখাতে না পারায় ওই প্রার্থীর বাড়ি বাড়ি প্রচারে যাওয়াই হচ্ছে না। আর রুদ্রনীল তো অভিনয়ের ক্ষেত্রে মূলত কমেডিয়ান। এখন রাজনৈতিক হাস্যরসের অবতারণা করছেন!’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন