Impersonating at IPS Officer

বিধাননগর পুলিশের ডিসির নাম ভাঁড়িয়ে সমাজমাধ্যমে প্রতারণার চেষ্টা! গ্রেফতার অভিযুক্ত

বিধাননগর পুলিশের ডিসি অনীশ সরকারের পরিচয় ভাঁড়িয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম শেখ সাবির খান।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ১২:১২
Share:

প্রতারণার চেষ্টার অভিযোগে এক জনকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ। — প্রতীকী চিত্র।

আইপিএস অফিসারের পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে এক জনকে গ্রেফতার করল বিধাননগর পূর্ব থানার পুলিশ। ধৃতের নাম শেখ সাবির খান। বিধাননগর পুলিশের ডিসি অনীশ সরকারের পরিচয় ভাঁড়িয়ে প্রতারণার চেষ্টার অভিযোগ উঠেছে ধৃতের বিরুদ্ধে। অভিযোগ, বিধাননগরের ডিসির নামে সমাজমাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারিত করার ছক কষেছিলেন সাবির।

Advertisement

সমাজমাধ্যমে ওই ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার করে মানুষকে প্রতারিত করার পাশাপাশি আইপিএস অফিসারের সম্মানহানির চেষ্টা চলত বলেও সন্দেহ পুলিশের। এই প্রতারণাচক্রের সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। বিধাননগর পুলিশ সূত্রে খবর, এই চক্রের পান্ডারা বিভিন্ন পদস্থ আধিকারিকের পরিচয় ভাঁড়িয়ে প্রথমে সমাজমাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেন। সম্ভাব্য শিকারের বিশ্বাস অর্জনের পরে প্রতারকেরা তাঁদের বলেন, নিজের পরিচিত কোনও ব্যক্তি কিছু আসবাবপত্র বিক্রি করবেন। সম্ভাব্য শিকারকে ওই আসবাবগুলি কিনে নেওয়ার অনুরোধ করেন প্রতারকেরা। এই ফাঁদে পা দিলেই সাধারণ মানুষকে ঠকিয়ে টাকা হাতিয়ে নেন তাঁরা।

বিধাননগর পুলিশ সূত্রে খবর, ওই ঘটনার তদন্তে অভিযুক্তের মোবাইলে ১০০টিরও বেশি সন্দেহজনক নম্বরের সন্ধান পাওয়া গিয়েছে। তা থেকেই পুলিশের সন্দেহ, এই ঘটনার সঙ্গে একটি বড় মাপের চক্র জড়িত থাকতে পারে। এই প্রতারণাচক্রে আরও কারা জড়িত রয়েছে, তাঁদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি প্রতারকদের আত্মসাৎ করা টাকাও উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশের তদন্তকারী দল। বস্তুত, এই ধরনের প্রতারণার অভিযোগ অতীতেও বিভিন্ন সময়ে উঠে এসেছে। কোনও পরিচিত ব্যক্তিত্বের পরিচয় ব্যবহার করে সমাজমাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট খুলে মানুষের থেকে টাকা হাতানোর অভিযোগ আগেও উঠেছে। তা নিয়ে পুলিশ বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে সতর্কও করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement