West Bengal News

বিকাশের মনোনয়ন বাতিল

বিধানসভার সচিব তথা রাজ্যসভা ভোটের রিটার্নিং অফিসার জয়ন্ত কোলের ঘরে সোমবার সকালে দু’ঘণ্টা শুনানির পরে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বিকাশবাবুর মনোনয়ন বাতিল হওয়ায় আগামী ৮ অগস্ট পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় কারা যাবেন, তা নিয়ে আর নির্বাচনের প্রয়োজন হবে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৭ ১১:৫৪
Share:

বিকাশের মনোনয়ন বাতিল। ফাইল চিত্র

তিন দিন ধরে ঝুলিয়ে রাখার পর বাতিল হয়ে গেল রাজ্যসভায় সিমিএপের প্রার্থী বিকাশ ভট্টাচার্যের মনোনয়ন।

Advertisement

বিধানসভার সচিব তথা রাজ্যসভা ভোটের রিটার্নিং অফিসার জয়ন্ত কোলের ঘরে সোমবার সকালে দু’ঘণ্টা শুনানির পরে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বিকাশবাবুর মনোনয়ন বাতিল হওয়ায় আগামী ৮ অগস্ট পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় কারা যাবেন, তা নিয়ে আর নির্বাচনের প্রয়োজন হবে না। তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, দোলা সেন, মানস ভুঁইয়া ও শান্তা ছেত্রী এবং কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

আরও পড়ুন- টানাপড়েনে ঝুলেই রইলেন বিকাশ

Advertisement

অভিযোগ উঠেছিল, গত ২৮ জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন বেলা তিনটের মধ্যে বিকাশবাবু সম্পূর্ণ নথিপত্র জমা দিতে পারেননি। যা চ্যালেঞ্জ করেছিল বামেরা। সে দিন রাত প্রায় ১০টা পর্যন্ত, শনিবার সকাল থেকে ঘণ্টা তিনেক এবং সোমবার আরও দু’ঘণ্টা শুনানির পরে মনোনয়ন শেষ পর্যন্ত বাতিল হওয়ায় প্রশ্ন উঠেছে, বাতিলই যদি হবে তা হলে এত সময় লাগল কেন? অন্যায় ভাবে এবং তৃণমূলের ষড়যন্ত্রে তাদের প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বামেরা। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যাওয়ার ভাবনাও রয়েছে তাদের। রির্টানিং অফিসারের ঘোষণার পরে এ দিন বাম পরিযদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘বিকাশবাবুর মনোনয়ন বাতিল হবে জানাই ছিল। ওঁর মনোনয়নে আপত্তি জানিয়েছে তৃণমূল। ওরা ভয় পেয়েছে। আমরা বড় চক্রান্তের শিকার হচ্ছি। এ বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হবে।’’

আরও পড়ুন- প্রদীপ-চালে লাভ দেখছে বিজেপি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন