নালিশ মানহানির

বিমান ক্ষমা চাননি, মামলা অভিষেকের

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেটের প্রশ্নপত্র লোপাটের কুয়াশা এখনও কাটেনি। তার জেরে সিপিএম নেতা তথা বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে ১০ কোটি টাকার মানহানি মামলা ঠুকে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌমেন সেনের এজলাসে ওই মামলা করা হয়েছে বলে মঙ্গলবার জানান অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৪১
Share:

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেটের প্রশ্নপত্র লোপাটের কুয়াশা এখনও কাটেনি। তার জেরে সিপিএম নেতা তথা বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে ১০ কোটি টাকার মানহানি মামলা ঠুকে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌমেন সেনের এজলাসে ওই মামলা করা হয়েছে বলে মঙ্গলবার জানান অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অরূপ দাস ও অরূপ মুখোপাধ্যায় নামে দুই ডাককর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগ, ওই দুই ডাককর্মী তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলেরই অন্য সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বলে গত ৩০ অগস্ট এক সাংবাদিক বৈঠকে মন্তব্য করেন বিমানবাবু। সেই মন্তব্যের জেরেই অভিষেকের মানহানি হয়েছে বলে অভিষেকের আইনজীবীর দাবি।
অভিষেকের আইনজীবী এর আগে গত ৩১ অগস্ট বিমানবাবুকে আইনি নোটিস দিয়েছিলেন। সেই চিঠিতে বিমানবাবুকে বলা হয়েছিল, ভবিষ্যতে এই ধরনের মানহানিকর মন্তব্য তিনি যেন আর না-করেন। সেই সঙ্গে বলা হয়, ওই চিঠি পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে অভিষেকের কাছে ক্ষমা চাইতে হবে ফ্রন্ট চেয়ারম্যানকে। আইনজীবী সঞ্জয় জানান, বিমানবাবু অভিষেকের কাছে ক্ষমা চাননি।
ওই চিঠি পাওয়ার পরেই বিমানবাবু এবং সিপিএমের অন্য শীর্ষ নেতারা জানিয়ে দিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই ওঠে না।
এ দিন দায়ের করা মানহানির মামলার আবেদনে বলা হয়েছে, সাংবাদিক বৈঠকে টেটের প্রশ্নপত্র উধাওয়ের ঘটনায় অভিযুক্তদের সঙ্গে অভিষেকের ঘনিষ্ঠতা রয়েছে বলে বিমানবাবু দাবি করেছেন। সেই দাবির সত্যতা নেই জেনেও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তিনি সেটা করেছেন। কারণ, টেটের প্রশ্ন ফাঁসের ঘটনায় অভিষেকের নাম জড়িয়ে দেওয়াই একমাত্র উদ্দেশ্য ছিল বিমানবাবুর।

Advertisement

মামলার আবেদনে বলা হয়, সাংবাদিক বৈঠক করে বিভিন্ন সংবাদমাধ্যম ও টিভি চ্যানেলে টেটের প্রশ্নপত্র ফাঁস বা উধাওয়ের ঘটনায় অভিষেকের নাম জড়িয়ে দেওয়ায় তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে। তাঁর সততা নিয়ে প্রশ্ন তুলেছেন বিমানবাবু। একেবারেই ভিত্তিহীন একটি দাবি করে ইচ্ছাকৃত ভাবে জনসাধারণের কাছে সাংসদ অভিষেক সম্পর্কে ভুল বার্তা পাঠিয়েছেন তিনি।

আইনজীবী জানান, মামলার আবেদনে বলা হয়েছে, বিমানবাবুর ওই মন্তব্যের জেরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বিব্রত তো বটেই। সেই সঙ্গে তিনি প্রচণ্ড মানসিক যন্ত্রণা পেয়েছেন। একই সঙ্গে তাঁর সম্মানহানিও হয়েছে।

Advertisement

অভিষেকের আইনজীবী জানান, এর আগে আইনি নোটিস পাঠিয়ে বিমানবাবুকে সতর্ক করে বলা হয়েছিল, ৭২ ঘণ্টার মধ্যে বিমানবাবু সর্বসমক্ষে অভিষেকের কাছে ক্ষমা না-চাইলে তৃণমূল সাংসদ দেওয়ানি ও ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হবেন। বিমানবাবু তা না-করায় ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করতে বাধ্য হয়েছেন তাঁর মক্কেল। আইনজীবী জানান, এই মামলার প্রেক্ষিতে আগামী ২১ দিনের মধ্যে বিমানবাবুকে তাঁর বক্তব্য জানাতে হবে হাইকোর্টে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন