Murshidabad Protest

মানবাধিকার কমিশনের সামনে নয়, মুর্শিদাবাদের অশান্তির প্রতিবাদে ধর্নার জায়গা বদল করল হাই কোর্ট

মুর্শিদাবাদের অশান্তি এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে রাজ্য মানবাধিকার কমিশন অভিযানের ডাক দিয়েছিল এক সংগঠন। তবে পুলিশি অনুমতি না-মেলায় ওই সংগঠনের সভাপতি সূরজকুমার সিংহ হাই কোর্টের দ্বারস্থ হন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ১২:৪০
Share:

ধর্নার কর্সমূচির অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মুর্শিদাবাদের অশান্তির ঘটনার প্রতিবাদে এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে রাজ্য মানবাধিকার কমিশনের সামনে ধর্না দিতে চেয়েছিল বিজেপি সমর্থিত এক সংগঠন। মঙ্গলবারের এই কর্মসূচির অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে মানবাধিকার কমিশনের অফিসের সামনে নয়, জায়গা পরিবর্তনের নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

Advertisement

স‌ংশোধিত ওয়াকফ আইন ঘিরে গত মাসে অশান্তি ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চলে। অশান্তির ঘটনায় তিন জনের মৃত্যু হয়, আহত হন অনেকে। শুধু তা-ই নয়, অশান্তিতে অনেকে ঘরছাড়া হন। বিএসএফের সাহায্য নিয়ে রাজ্য পুলিশ সেখানে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মুর্শিদাবাদের সেই অশান্তি এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে রাজ্য মানবাধিকার কমিশন অভিযানের ডাক দিয়েছিল এক সংগঠন। তবে পুলিশি অনুমতি না-মেলায় ওই সংগঠনের সভাপতি সূরজকুমার সিংহ হাই কোর্টের দ্বারস্থ হন। মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচি ছিল ওই সংগঠনের।

Advertisement

মঙ্গলবার শুনানিতে বিচারপতি ঘোষ জানান, মামলাকারী সল্টলেকের যে এলাকায় ধর্না দেওয়ার অনুমতি চেয়েছেন, সেই এলাকা খুবই সংকীর্ণ। তাই রাজ্য মানবাধিকার কমিশনের অফিসের সামনে ধর্না বা সভা করা যাবে না। তার বদলে সল্টলেকের সেন্ট্রাল পার্কের সামনে ধর্নার কর্মসূচি চালাতে পারবেন মামলাকারীরা। তবে ৫০০ জন নয়, ২০০ জনকে নিয়ে কর্মসূচি করা যাবে। পরে কমিশনে যেতে পারবেন তিন থেকে পাঁচ জন প্রতিনিধি। তাঁরা কমিশনে গিয়ে স্মারকলিপি দিয়ে আসতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement