রথযাত্রার গোড়ায় গলদ কেন, প্রশ্ন কেন্দ্রীয় নেতৃত্বের

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) রামলাল মঙ্গলবার দিল্লিতে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সম্পাদক রাহুল সিংহ, যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ, কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননের সঙ্গে বৈঠকে বসেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ০১:৩৯
Share:

এই রথই ব্যবহার করা হতে পারে প্রচারে। —ফাইল চিত্র

রথযাত্রা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের প্রশ্নের মুখে পড়তে হল বিজেপির রাজ্য নেতৃত্বকে। আলোচনায় উঠে এল বিকল্প যাত্রার সম্ভাব্য দিন।

Advertisement

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) রামলাল মঙ্গলবার দিল্লিতে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সম্পাদক রাহুল সিংহ, যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ, কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননের সঙ্গে বৈঠকে বসেন। দলীয় সূত্রের খবর, সেখানেই রাজ্য নেতৃত্বকে প্রশ্ন করা হয়, এত ‘বড়’ যাত্রা নিয়ে আরও আঁটঘাট বেঁধে নামা হয়নি কেন? বিকল্প পরিকল্পনাই বা তৈরি রাখা হয়নি কেন?

বিজেপির রাজ্য সভাপতি দিলীপবাবুর অবশ্য বক্তব্য, একটি নয়, দু’টি বিকল্প পরিকল্পনা তৈরি করা হয়েছে। যা নিয়ে মঙ্গলবারের বৈঠকে আলোচনাও হয়েছে। আদালতের রায় পক্ষে থাকলে ২১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি রথযাত্রা করার কথা ভাবা হয়েছে। সে ক্ষেত্রে দিন সংখ্যা কমে যাওয়ায় ৪২টি লোকসভা কেন্দ্র ঘোরার জন্য প্রয়োজনে ৩টির জায়গায় ৫টি রথও আনা হতে পারে। ব্রিগেড সমাবেশের মধ্য দিয়ে যাত্রা শেষ হবে। তবে বুধবার এর বাইরে তৃতীয় একটি বিকল্পের কথাও বলেন দিলীপবাবু। তাঁর বক্তব্য, ‘‘আদালতের রায় যদি আমাদের পক্ষে যায়, তা হলে এতটুকু সময় নষ্ট না করে যাত্রা শুরু করে দেব। প্রয়োজনে বাস থেকেই সভা হবে। রায় দেখে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বিস্তারিত আলোচনা করব।’’ বিজেপির একাংশের ধারণা, বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া যদি আরও গড়ায়, তা হলে রাজ্যব্যাপী পদযাত্রা এবং আইন অমান্য হবে। আর সেখানেই বিরক্ত কেন্দ্রীয় নেতৃত্ব। তাঁরা জানিয়েছেন, পদযাত্রা এবং আইন অমান্য কখনওই রথযাত্রার বিকল্প হতে পারে না।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন