Tapas Mandal

তাপসের ভাইয়ের তৃণমূল যোগ! সরব বিজেপি

বরফ ঢাকা পাহাড়ের কোলে বেড়ানোর সেই ছবিতে বিভাসের পাশে রয়েছেন তৃণমূল নেতা সুজিত। আর সুজিতের পাশেই রয়েছে কুরবান খুনে অভিযুক্ত গোলাম মেহেদি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পাঁশকুড়া শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২২ ০৬:৩৪
Share:

‘মানিক-ঘনিষ্ঠ’ তাপস মণ্ডল। ফাইল চিত্র।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামালায় ইডি তলব করেছে প্রাথমিক‌ শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে। তাপসের আদি বাড়ি পাঁশকুড়ায়। এ বারে তাঁর ভাই বিভাসের সঙ্গে তৃণমূলের পাঁশকুড়া ব্লক সভাপতি সুজিত রায় ও কুরবান শা খুনে অন্যতম মূল অভিযুক্ত, পলাতক গোলাম মেহেদির (কালু) একটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় নতুন করে সরব হলেন বিরোধীরা।

Advertisement

ছবিটিকে সামনে রেখে বিজেপির অভিযোগ, পাঁশকুড়ার মাইশোরার পাতন্দা গ্রামের তাপস এবং বিভাস তৃণমূল নেতাদের তুষ্ট রেখেই নানা ধরনের অনৈতিক কাজকর্ম চালান। স্থানীয় বিজেপি নেতা প্রতীক পাখিরার কথায়, ‘‘বিভাস মণ্ডল এবং খুনে অভিযুক্ত গোলাম মেহেদির সঙ্গে ছবি তুলছেন তৃণমূল নেতা সুজিত রায়। তাঁদের সঙ্গে ঘুরতে গিয়েছেন। এর থেকে বোঝা যায় সুজিতও দুর্নীতিতে যুক্ত।’’ প্রতীকের দাবি, ‘‘শাসক দলের এই নেতারা চাকরির সুপারিশ করতেন তাপস মণ্ডলদের মাধ্যমে।’’

বরফ ঢাকা পাহাড়ের কোলে বেড়ানোর সেই ছবিতে বিভাসের পাশে রয়েছেন তৃণমূল নেতা সুজিত। আর সুজিতের পাশেই রয়েছে কুরবান খুনে অভিযুক্ত গোলাম মেহেদি। ছবি দেখে সরব নিহত কুরবানের পরিবারও। কুরবানের দাদা আফজল শা বলেন, ‘‘সুজিত রায়ের সঙ্গে কালুর প্রথম থেকেই ঘনিষ্ঠতা ছিল। আমাদের ধারণা এখনও যোগাযোগ রয়েছে। এ রকম লোকেরা দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছে এখন। আর প্রকৃত তৃণমূল করে যাঁরা, তাঁরা পদহারা।’’

Advertisement

ভাইরাল হওয়া ছবিটির সত্যতা মেনে নিয়েছেন বিভাস। তিনি বলছেন, ‘‘২০১৪ সালে আমাদের কলেজ থেকে শিমলায় বেড়াতে যাওয়া হয়েছিল। সুজিত রায়, গোলাম মেহেদিও পরিবার নিয়ে গিয়েছিলেন। আমারও পরিবার ছিল। ছবিটি ওই সময়েরই।’’ ব্লক তৃণমূল সভাপতি সুজিতও মানছেন, ‘‘২০১৪ সালে আমি, বিভাস ও গোলাম মেহেদি পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলাম। সেই ছবি নিয়ে বিজেপি এখন নোংরা রাজনীতি করছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন