পার্থের বাড়িতে বৈশাখীর ‘বিজয়া’

সাধারণত বিজয়া-পর্ব শেষ হয়ে যায় কালীপুজোর দিনে। তার ঠিক আগের দিন, শনিবার দুপুরে পার্থবাবুর বাড়িতে পৌঁছন বৈশাখী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ ০২:৩৪
Share:

পার্থ চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শেষ লগ্নে ‘বিজয়া সারতে’ গেলেন বিজেপির বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

Advertisement

সাধারণত বিজয়া-পর্ব শেষ হয়ে যায় কালীপুজোর দিনে। তার ঠিক আগের দিন, শনিবার দুপুরে পার্থবাবুর বাড়িতে পৌঁছন বৈশাখী। ছিলেন প্রায় ঘণ্টা দু’য়েক। পরে পার্থবাবু বলেন, ‘‘বিজয়া করতে এসেছিলেন। কলেজের তদন্তের বিষয়েও জানতে চেয়েছিলেন। বলেছি, তদন্ত নিরপেক্ষ ভাবেই চলছে। যথা সময়ে তা শেষও হবে।’’

পার্থবাবুর সঙ্গে রাজনীতি নিয়েও কি তাঁর কথা হয়েছে? বৈশাখী বলেন, ‘‘প্রতিবারের মতোই এ বারেও এসেছি। কথা হয়েছে কলেজের সমস্যা নিয়ে। পার্থবাবু শোভনদার (চট্টোপাধ্যায়) কথা জানতে চেয়েছেন। আমি এমনিতেই রাজনীতি থেকে দূরে থাকতে চাই। শোভনদা কী করবেন, তা তিনিই বলতে পারবেন।’’

Advertisement

পার্থবাবুর অবশ্য বক্তব্য, তিনি খেলোয়াড় নন। রাজনীতিক। ফলে বৈশাখীর সঙ্গে রাজনীতির কী কথা হয়েছে, তা তিনি বলবেন না।

শোভন-বৈশাখী বিজেপিতে যোগ দেওয়ার আগে পার্থবাবু গিয়েছিলেন তাঁদের বাড়িতে। যা নিয়ে জল্পনা হয়েছিল, শোভনকে দলে ফেরাতেই কি গিয়েছিলেন পার্থবাবু? এর কিছু দিনের মধ্যেই শোভন-বৈশাখী বিজেপিতে যোগ দেন। তার পর ফের বৈশাখীর পার্থবাবুর বাড়ি যাওয়া নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন