অর্ধেক বুথ এখনও অধরা

রাজ্য বিজেপি নেতৃত্ব অবশ্য এটাকেই সাফল্য বলে মনে করছেন। তাঁদের ব্যাখ্যা, এত দিন দল রাজ্যের ৫০% বুথেও পৌঁছতে পারেনি। এ বার অন্তত সেইটুকু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ জুন ২০১৭ ০৫:৩৬
Share:

প্রতীকী ছবি।

বিজেপি এখনও রাজ্যের অর্ধেক বুথে পৌঁছতেই পারেনি। ১৭ দিনের বিস্তারক যোজনা শেষ হওয়ার আগের দিন দলের পরিসংখ্যান থেকেই এই তথ্য উঠে এল।

Advertisement

গত ৭ জুন থেকে আজ, শুক্রবার পর্যন্ত বিস্তারক কর্মসূচিতে পশ্চিমবঙ্গের ৭৭ হাজার বুথে জনসংযোগ গড়ার কথা ছিল রাজ্য বিজেপি-র নেতা-কর্মীদের। কিন্তু দলীয় সূত্রের খবর, ১৬ তম দিনে দেখা যাচ্ছে, তাঁরা হাজার ৪০ বুথে পৌঁছতে পেরেছেন। এঁদের মধ্যে সাড়ে ৭ হাজার নেতা-কর্মী ১৫ দিনের জন্য বিস্তারক হিসাবে বুথে বুথে ঘুরছেন, বুথ কমিটির বৈঠক করছেন, সাধারণ মানুষের বাড়ি যাচ্ছেন। আরও সাড়ে ১০ হাজার কর্মী এই কাজগুলিই করছেন দুই থেকে চার দিন। মোট ১৮ হাজার বিস্তারকের প্রত্যেকের ন্যূনতম ৫০ জন করে নতুন সদস্য জোগাড় করার কথা ছিল এই ১৭ দিনে। অর্থাৎ, সে ক্ষেত্রে বিজেপি-র নতুন ৯ লক্ষ সদস্য হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে সংখ্যাটা এখনও আড়াই লাখ ছাড়ায়নি।

রাজ্য বিজেপি নেতৃত্ব অবশ্য এটাকেই সাফল্য বলে মনে করছেন। তাঁদের ব্যাখ্যা, এত দিন দল রাজ্যের ৫০% বুথেও পৌঁছতে পারেনি। এ বার অন্তত সেইটুকু হয়েছে।

Advertisement

তা ছাড়া, সাধারণ মানুষের বাড়ি বাড়ি ঘুরে সংগঠন গড়ে তোলার পরিশ্রমও কর্মীরা শুরু করেছেন। এর সুফল আগামী দিনে পাওয়া যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন