বাম এবং কংগ্রেসের পরে এ বার নারদ ঘুষ-কাণ্ডে জড়িত সব নেতা-জনপ্রতিনিধি এবং আইপিএস অফিসারের পদত্যাগের দাবিতে আগামী বুধবার কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে বিজেপি। মিছিলের শেষে রাজভবনে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করেও একই দাবি জানাবে তারা।
বেশ কিছু দিন ধরেই রাজ্যের বিরোধী রাজনীতির পরিসরে জাঁকিয়ে বসার জন্য নানা পদক্ষেপ করছে বিজেপি। নারদ-কাণ্ডে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ বিজেপি-র সামনে আরও বেশি করে সেই সুযোগ এনে দিয়েছে। নারদ-কাণ্ডে হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশের সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি ওই রায়ের কথা আগেই জানতো! যা নিয়ে প্রশ্নের জবাবে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রবিবার বর্ধমানের টাউন হলে বলেন, ‘‘আমি আগেই বলেছিলাম। সবাই বলেছিল। আইপিএস মির্জাকে ঘুষ নিতে দেখা গিয়েছে নারদের ফুটেজে। তবুও সরকার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। মন্ত্রিসভার একটা বড় অংশও এই ঘুষ-কাণ্ডে জড়িত। মুখ্যমন্ত্রী তাঁদের দল থেকে তাড়িয়ে দিন, নয়তো নিজে পদত্যাগ করুন, তবে বুঝব!’’
তবে এত কথা সত্ত্বেও হাইকোর্টের নির্দেশের পরে নারদ-কাণ্ড নিয়ে রাস্তায় নামতে বিজেপি-র পাঁচ দিন সময় লাগছে। বামেরা কিন্তু রায়ের দিন এবং কংগ্রেস পরের দিন থেকে মাঠে নেমে পড়েছে। রাজ্য বামফ্রন্ট আজ, সোমবারও সল্টলেকে সিবিআই দফতরের সামনে বিক্ষোভ জমায়েত করবে। সেখান থেকে মুখ্যমন্ত্রীকেও তদন্তের আওতায় আনার দাবি তুলবে তারা।