TET 2023 Result Delay

১৩ মাস পরেও প্রকাশিত হল না টেটের ফল, কেন দেরি? পর্ষদকে হলফনামা দিতে নির্দেশ হাই কোর্টের

২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রাথমিক টেট হয়েছিল। ১৩ মাস পেরিয়ে যাওয়ার পরেও ফলপ্রকাশ হয়নি। কেন দেরি হচ্ছে, তা জানিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৫
Share:

২০২৩ সালের টেটের ফলপ্রকাশে দেরি হওয়া নিয়ে প্রশ্ন হাই কোর্টে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

২০২৩ সালের প্রাথমিক টেটের ফল এখনও প্রকাশ হয়নি। কেন এই পরিস্থিতি, তা নিয়ে প্রশ্ন উঠল কলকাতা হাই কোর্টে। পরীক্ষার এক বছরেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও কেন ফলপ্রকাশ হয়নি, তা নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের জবাব তলব করেছে আদালত। তিন সপ্তাহের মধ্যে পর্ষদকে এ বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

Advertisement

বস্তুত, ২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রাথমিক টেট হয়। পরীক্ষার পর ১৩ মাস কেটে গিয়েছে। এখনও কেন পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে না, তা নিয়ে হাই কোর্টে মামলা করেন এক পরীক্ষার্থী। বুধবার ওই মামলার শুনানিতে বিচারপতি বসুও জানতে চান কেন ফলপ্রকাশে বিলম্ব হচ্ছে। তাতে পর্ষদের আইনজীবী জানান, ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। সেই কারণে ২০২৩ সালের টেটের ফলপ্রকাশ করা যাচ্ছে না। যদিও পর্ষদের আইনজীবীর বক্তব্যের বিরোধিতা করেন মামলাকারী পরীক্ষার্থীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত।

মামলাকারীর আইনজীবী জানান, ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। তবে ওই মামলায় কোনও স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। ফলে ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলার কারণে টেটের ফলপ্রকাশে কোনও সমস্যা বা জট তৈরির সম্ভাবনা নেই। সে কথা শুনে বিচারপতি বসুর মন্তব্য, “জট কি ওবিসি মামলায় রয়েছে? না কি অন্য কিছু? হলফনামা দিয়ে জানাক পর্ষদ। যদি ডিভিশন বেঞ্চের জন্যই ফলপ্রকাশ আটকে থাকে, তবে হলফনামায় দিয়ে তা-ই জানানো হোক।”

Advertisement

এর আগে গত বছরের ডিসেম্বরে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছিলেন, “বেশ কিছু বিষয়ে আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিছু পরীক্ষার্থী আদালতে প্রশ্ন নিয়ে চ্যালেঞ্জও করেছিলেন। এগুলি বেশির ভাগই ২০১৭ এবং ২০২২ সালের টেটের। পূর্বের ওই আইনি জটিলতা না মিটিয়ে ২০২৩ সালের টেটের ফল প্রকাশ করা হবে না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement