Bengal Recruitment Case

পার্থ এবং ‘কালীঘাটের কাকু’র হয়ে ‘রাজ্য’ সওয়াল করছে কেন! অনুমতি আছে? প্রশ্ন হাই কোর্টের

রাজ্যের এজি পদে স্থলাভিষিক্ত হওয়ার অনেক আগেই পার্থ এবং সুজয়ের জামিনের মামলা হাই কোর্টে লড়ছেন কিশোর। তবে সেই মামলা চলছে দীর্ঘ দিন ধরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৪ ১২:১৩
Share:

গ্রাফিক— শৌভিক দেবনাথ।

পার্থ চট্টোপাধ্যায় এবং ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের হয়ে আদালতে সওয়াল করছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত। তাঁকে দেখে কলকাতা হাই কোর্টের বিচারপতি প্রশ্ন করলেন, ‘‘আপনি এঁদের হয়ে সওয়াল করছেন কেন? আপনি তো রাজ্যের এজি!’’

Advertisement

বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি ছিল নিয়োগ মামলার দুই মূল অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ এবং ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের। সেই মামলায় পার্থ এবং সুজয় দু’জনের জামিন চেয়ে আদালতে সওয়াল করছিলেন রাজ্যের এজি। স্বাভাবিক ভাবেই বিচারপতি বিস্মিত হন। রাজ্যের প্রতিনিধি কেন নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্তদের হয়ে সওয়াল করছেন তা জানতে চান এজির কাছেই। প্রশ্ন করেন, ‘‘আপনার কাছে অনুমতি আছে?’’

আসলে রাজ্যের এজি পদে স্থলাভিষিক্ত হওয়ার অনেক আগে থেকেই পার্থ এবং সুজয়ের জামিনের মামলা হাই কোর্টে লড়ছেন কিশোর। সেই মামলা চলছে দীর্ঘ দিন ধরে। ইতিমধ্যে রাজ্যের নতুন এজি পদে দায়িত্ব নেন কিশোর। তার পরে বুধবার পার্থ এবং সুজয়ের জামিনের শুনানি পড়ে। নিজের হাতে থাকা পুরনো মামলা নিজেই লড়তে এসেছিলেন আইনজীবী। কিন্তু সওয়াল করতে এসেই বিচারপতির প্রশ্নের মুখে পড়েন তিনি।

Advertisement

বিচারপতি ঘোষ বুধবার তাঁকে বলেন, ‘‘আপনি যদি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী হিসাবে সওয়াল করতে চান তবে রাজ্যের কাছ থেকে আপনাকে বিশেষ অনুমতি নিয়ে আসতে হবে। রাজ্য যদি অনুমতি দেয়, তবে আদালতের কোনও অসুবিধা নেই।’’ একই নির্দেশ ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়ের মামলাতেও দেন বিচারপতি ঘোষ। দু’টি জামিনের মামলাই একই কারণে মুলতবি হয়ে যায়।

উল্লেখ্য, বিচারপতি ঘোষই প্রথম নিয়োগ মামলায় জামিন দিয়েছিলেন বিধায়ক মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্যকে। তার পর থেকে মানিক, তাঁর পুত্র-সহ নিয়োগ মামলার অভিযুক্তদের অনেকেরই জামিনের আবেদন জমা পড়ে তাঁর এজলাসে। পার্থ এবং সুজয়ের মামলারও শুনানি চলছিল এখানেই। কিন্তু বুধবার সেই দু’টি মামলাতেই কোনও সুরাহা হল না।

বিচারপতি ঘোষ জানিয়েছেন, আগামী ৮ ফেব্রুয়ারি পার্থের জামিনের মামলার শুনানি হবে। সুজয়ের মামলাটির পরবর্তী শুনানি হবে ফেব্রুয়ারির ৫ তারিখে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন