Calcutta High Court

শূন্যপদের বেশি নিয়োগ! সমবায় ব্যাঙ্ক নিয়োগ দুর্নীতি মামলায় সব পক্ষকে হলফনামা দিতে বলল হাই কোর্ট

বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানায়, ওই সমবায় ব্যাঙ্ক এবং রাজ্যকেও হলফনামা দিতে হবে। আগামী ২১ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ১৬:২৬
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তমলুক-ঘাটাল সমবায় ব্যাঙ্কের নিয়োগ দুর্নীতি মামলায় সব পক্ষের হলফনামা চাইল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানায়, ওই সমবায় ব্যাঙ্ক এবং রাজ্যকেও হলফনামা দিতে হবে। আগামী ২১ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।

Advertisement

তমলুকের ওই সমবায় ব্যাঙ্কে চার ধরনের বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। গ্রুপ-এ, গ্রুপ-বি, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি বিভাগে মোট শূন্যপদ ছিল ৫২টি। অভিযোগ, শূন্যপদ যা ছিল, তার থেকে বেশি নিয়োগ করা হয়েছে। ৫২টি পদের জন্য ১৩১ জনকে নিয়োগ করা হয়েছে। কী ভাবে দ্বিগুণের বেশি নিয়োগ করা হল, এই প্রশ্ন তুলে হাই কোর্টে মামলা দায়ের হয়। আশিস মণ্ডল নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন। ওই মামলাতেই আদালত হলফনামা তলব করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement