আয়লায় ক্ষতিগ্রস্ত বাঁধ সারাতে মামলা

আয়লায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত এবং সেই বাঁধ পাকা করার দাবিতে কলকাতা হাইকোর্টে শুক্রবার জনস্বার্থ মামলা দায়ের করেছেন সুন্দরবনের বেশ কয়েক জন গ্রামবাসী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮ ০৪:১৬
Share:

ফাইল চিত্র।

আয়লায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত এবং সেই বাঁধ পাকা করার দাবিতে কলকাতা হাইকোর্টে শুক্রবার জনস্বার্থ মামলা দায়ের করেছেন সুন্দরবনের বেশ কয়েক জন গ্রামবাসী।

Advertisement

তাঁদের আইনজীবী ইন্দ্রজিৎ রায়চৌধুরী শনিবার জানান, বছর ন’য়েক আগে আয়লার সময় সুন্দরবন উপকূল থানা এলাকার সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতের তিনটি গ্রামের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। সুকুমারি-১, সুকুমারি-২ এবং ইমলিবাড়ি গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে গুমোর নদী। তিনটি গ্রামেই মাটির বাঁধ দেওয়া ছিল। আয়লায় সেই বাঁধ ভেঙে যাওয়ায় গ্রামগুলি ভেসে যায়। পরে সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ বাঁধ মেরামতির চেষ্টা করলেও নিয়মিত রক্ষণাবেক্ষণ না হওয়ায় ফের তা ভাঙতে থাকে।

গ্রামবাসীদের অভিযোগ, এখন এমন পরিস্থিতি যে, জোয়ার এলেই গ্রামে জল ঢুকছে। তাঁদের আশঙ্কা, অক্টোবর-নভেম্বরে ঘূর্ণিঝড় এলে বাঁধ পুরোপুরি ধসে যাবে। আগামী সপ্তাহে হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন