সিবিআই তল্লাশি

সকাল সকাল তিন জনকে ঘরের তালা ভাঙতে দেখে হকচকিয়ে যান বাড়ি মালিক। খবর দেওয়া হয় পুলিশকে। শেষমেশ পরিচয়পত্রে দেখা যায় হানাদারেরা সিবিআই আধিকারিক।

Advertisement
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৬ ০৩:১২
Share:

সকাল সকাল তিন জনকে ঘরের তালা ভাঙতে দেখে হকচকিয়ে যান বাড়ি মালিক। খবর দেওয়া হয় পুলিশকে। শেষমেশ পরিচয়পত্রে দেখা যায় হানাদারেরা সিবিআই আধিকারিক। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ব্যপম-কাণ্ডে অভিযুক্ত সন্দেহে লোকনাথ সিংহ নামে এক জনের খোঁজে সিবিআই তল্লাশি চালায় অন্ডালের দক্ষিণবাজারে। তবে অভিযুক্তের নাগাল মেলেনি। ঘর থেকে পাঁচটি ভুয়ো ভোটার কার্ড, একটি ডায়েরি ও বেশ কয়েকটি ভুয়ো নিয়োগপত্র মিলেছে। জানা গিয়েছে, মাস ছয়েক আগে অন্ডালে ভাড়া থাকতে শুরু করেন লোকনাথ। মাসখানের আগে লোকনাথ ও তাঁর সঙ্গে থাকা মহিলা ‘বেড়াতে যাচ্ছি’ বলে চম্পট দেন। আর কিছু জানাতে পারেননি বাড়ি মালিকও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement