CBI vs Kolkata Police

শহরে এল সিবিআইয়ের ‘ক্র্যাক’ টিম, রাজীবকে জেরা করতে শিলং যেতে পারেন খোদ জয়েন্ট ডিরেক্টর

সূত্রের খবর, এই দলে থাকা আধিকারিকদের কয়েক জন শিলংয়ে যাবেন রাজীব কুমারকে জেরা করতে। ওই দলে রয়েছেন একজন এসপি পদমর্যাদার আধিকারিক, তিন জন অতিরিক্ত এসপি, তিন জন ডিএসপি এবং তিন জন ইনস্পেক্টর পদমর্যাদের অফিসার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৪৮
Share:

কলকাতা বিমানবন্দরে সিবিআইয়ের বিশেষ দল। নিজস্ব চিত্র।

শহরে এসে পৌঁছল সিবিআইয়ের বিশেষ দল। শুক্রবার সকাল সাড়ে ন’টা নাগাদ দিল্লি থেকে কেন্দ্রীয় গোয়েন্দাদের ওই বিশেষ দল কলকাতা বিমান বন্দরে এসে পৌঁছয়। সেখান থেকে তাঁরা সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেন।

Advertisement

বৃহস্পতিবারই সিবিআই অধিকর্তা ঋষিকুমার শুক্লের নির্দেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা দশ জন আধিকারিককে নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়। এই দলটি আগামী ২০ তারিখ পর্যন্ত সারদা-রোজভ্যালি-সহ চিট ফান্ড তদন্তের দায়িত্বে থাকা ইওডাব্লিউ-৪ এর তদন্তকারী আধিকারিকদের তদন্তে সহযোগিতা করবেন।

সূত্রের খবর, এই দলে থাকা আধিকারিকদের কয়েক জন শিলংয়ে যাবেন রাজীব কুমারকে জেরা করতে। ওই দলে রয়েছেন একজন এসপি পদমর্যাদার আধিকারিক, তিন জন অতিরিক্ত এসপি, তিন জন ডিএসপি এবং তিন জন ইনস্পেক্টর পদমর্যাদের অফিসার।

Advertisement

আরও পড়ুন: কাল শিলংয়ে জিজ্ঞাসাবাদ শুরু রাজীব কুমারকে

সিবিআই সূত্রের খবর, রাজীব কুমারকে যাঁরা জেরা করবেন, শুক্রবারই তাঁরা শিলং রওনা দিচ্ছেন। কলকাতার নগরপালকে শনিবার শিলংয়ে হাজিরা দিতে বলা হয়েছে সিবিআইয়ের তরফে। বিমানবন্দর সূত্রে খবর, শুক্রবার দুপুরের বিমানে তাঁরা শিলং যাচ্ছেন। সেই দলে থাকছেন পূর্বাঞ্চলীয় অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব নিজেও। সঙ্গে থাকেন সারদা তদন্তের বর্তমান তদন্তকারী আধিকারিক তথাগত বর্ধনও। ওই দলেই দিল্লি থেকে আসা দলের কয়েক জন যোগ দেবেন বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: হাইকোর্টে রাজীব মামলার শুনানি স্থগিত রাখার আর্জি রাজ্যের

সিবিআই সূত্রে খবর, শিলংয়ে জেরা পর্ব বেশ কয়েক দিন ধরে চলতে পারে। আগামী গোটা সপ্তাহও লেগে যেতে পারে। কারণ রাজীব কুমার ছাড়াও শিলংয়ে প্রাক্তণ সাংসদ কুণাল ঘোষ, সারদের এক প্রাক্তন ডিরেক্টর, এক তৃণমূল ছেড়ে যাওয়া নেতা এবং এক প্রাক্তন পুলিশ কর্তাকে জেরা করা হতে পারে বলে জানা যাচ্ছে সিবিআই সূত্রে। এঁদের প্রত্যেককেই হাতে পর্যাপ্ত সময় নিয়ে শিলং যেতে বলা হয়েছে।

(পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার খবর এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকেবাংলায় খবরপেতে চোখ রাখুন আমাদেররাজ্যবিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন