Jagannath Sarkar

Jagannath Sarkar: না জানিয়ে ১৫ দিন আগেই নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ বিজেপি সাংসদ জগন্নাথ সরকার

কিন্তু প্রশ্ন হল পনেরো দিন আগে তাঁর নিরপত্তা সরিয়ে নেওয়া হলেও কেন এতদিন সাংসদ মুখ বুজে ছিলেন? সূত্রে জানা গিয়েছে, পুরভোট থাকার কারণে তিনি মুখ বুজে ছিলেন। ভোট শেষ হতেই তিনি বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

Advertisement

নিজস্ব সাংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০২২ ২৩:৩৬
Share:

রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। ছবি সংগৃহীত।

দিন পনেরো আগে তাঁকে না জানিয়েই তাঁর নিরাপত্তা প্রত্যাহার করেছে কেন্দ্র। বৃহস্পতিবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। তাঁর এই ক্ষোভ রাজ্য নেতৃত্বকে জানানোর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রকেও জানিয়ে চিঠি দিয়েছেন সাংসদ।

Advertisement

এই নিয়ে সাংসদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘পনেরো দিন আগে কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। রাজ্য সরকার যে নিরাপত্তা দিত তা আরও আগে তুলে নেওয়া হয়েছে।’’ কিন্তু কেন এমন পদক্ষেপ করা হল তা জানতে চাওয়া হলে জগন্নাথ বলেন, ‘‘আমি জানি না কী কারণে তুলে নেওয়া হল। আমার বিরুদ্ধে ১৭-১৮টা মামলা রয়েছে। আমাকে হুমকি দেওয়া হয়েছে। তার পর কেন নিরপত্তা তুলে নেওয়া হল আমি জানি না।’’

তবে সূত্রের খবর, বিষয়টি নিয়ে বেশ অস্বস্তিতে রাজ্য নেতৃত্ব। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে রাজ্য বিজেপি কথা বলছে বলে জানা গিয়েছে। যদিও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “নির্দিষ্ট সময় অন্তর অন্তর কেন্দ্র নিরাপত্তা দেওয়ার বিষয়টি খতিয়ে দেখে। তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়।”

Advertisement

বিজেপি-র সাংসদদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি তৃণমূল থেকে আসা বড়, মাঝারি, ছোট নেতাদেরও নিরাপত্তা দেওয়া হয়। রাজ্য নেতৃত্ব চাইছেন ছোট, মাঝারি নেতাদের নিরাপত্তা প্রত্যাহার করে জগন্নাথ সরকারকে নিরাপত্তা দেওয়া হোক।

আরও পড়ুন:

কিন্তু প্রশ্ন হল পনেরো দিন আগে তাঁর নিরপত্তা সরিয়ে নেওয়া হলেও কেন এতদিন সাংসদ মুখ বুজে ছিলেন? সূত্রে জানা গিয়েছে, পুরভোট থাকার কারণে তিনি মুখ বুজে ছিলেন। ভোট শেষ হতেই তিনি বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন